মমতা-অভিষেকের নামে কংকালীতলা মন্দিরে পুজো, কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত

By Bangla news dunia Desk

Published on:

1200-675-22566690-thumbnail-16x9-anu-aspera

Bangla News Dunia , দীনেশ :- পরিবার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সতীপীঠ কংকালীতলা মন্দিরে পুজো দিলেন অনুব্রত মণ্ডল ৷ পুজো দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি ৷ রবিবার মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে মন্দিরে যান অনুব্রত ৷ এক এক করে তারাপীঠ-সহ অন্যান্য মন্দিরেও পুজো দেবেন বলে তিনি জানিয়েছেন ৷

আগেই অনুব্রত মণ্ডল বলেছিলেন, “ঈশ্বরের কাছে কোনও পাপ করেছি, সেই শাস্তি পেয়েছি ।” তারপরেই আজ কংকালীতলা মন্দিরে গেলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা ৷ প্রসঙ্গত, এর আগে কুইন্টাল কুইন্টাল কাঠ পুড়িয়ে এই মন্দিরেই মহাযজ্ঞ করতেন অনুব্রত ৷

আরো পড়ুন:- বাংলাদেশে চরম নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা হিন্দু শিক্ষিকা !

2 বছর পর গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে বীরভূমে ফিরতেই চর্চায় অনুব্রত মণ্ডল । আগের মতোই নিরাপত্তার ঘেরাটোপে দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করেছেন তিনি ৷ এদিন মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে সতীপীঠের অন্যতম কংকালীতলা মন্দিরে যান অনুব্রত মণ্ডল । তাঁকে দেখতে ও স্বাগত জানাতে বহু মানুষ ভিড় জমান । মেয়েকে নিয়ে মন্দিরে পুজো দেন তিনি । মন্দিরের ভিতরে এক সেবায়েত অনুব্রতকে জড়িয়ে ধরেন । সেই সময় কান্নায় ভেঙে পড়েন কেষ্ট ৷

প্রসঙ্গত, এর আগে কুইন্টাল কুইন্টাল বেল কাঠ, ঘি পুড়িয়ে এই কংকালীতলা মন্দিরে মহাযজ্ঞ করতেন অনুব্রত মণ্ডল ৷ তাঁর যজ্ঞ ঘিরে মন্ত্রী, নেতা, বিধায়ক, সাংসদদের ভিড় থাকত । হাজার হাজার মানুষ খাওয়া-দাওয়া করতেন এখানে ৷ 2 বছর পর বীরভূমে ফিরে প্রথম সাংবাদিক বৈঠক করেই অনুব্রত মণ্ডল বলেছিলেন, “হয়তো ইশ্বরের কাছে কোনও ভুল করেছি, সেই পাপের শাস্তি পেয়েছি ।”

ETV BHARAT

এদিন মেয়েকে নিয়ে সতীপীঠ কংকালীতলায় পুজো দিয়ে অনুব্রত মণ্ডল জানান, মেয়ে সুকন্যা মণ্ডল, প্রয়াত স্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, “তারাপীঠ, কংকালীতলা-সহ সব সতীপীঠ ঢেলে সাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । কংকালীতলার জন্য আর যা বাকি আছে আমি করে দেব ৷ এই কংকালীতলা আমার ঘরের পীঠস্থান ৷ তাই এখানে আসার জন্য ছটফট করছিলাম ৷ মা ডাকলে কংকালীতলা, তারাপীঠ-সহ সব জায়গায় যাব ৷”

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন