মশারি নিয়ে লেপার্ড ধরতে বেরোলেন বিজেপি নেতা! ভাইরাল ভিডিয়ো

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মশারি নিয়ে লেপার্ড ধরতে বেরোলেন বিজেপি-র নেতা! মধ্যপ্রদেশের রিওয়াতের ঘটনা। তাঁর দাবি, এলাকার একাধিক বাসিন্দা লেপার্ডের হামলায় আহত। বন কর্মীরা তাকে বাগে আনতে পারেননি। তাই তিনি নিজেই মশারি নিয়ে লেপার্ড ধরতে ময়দানে নেমেছেন। তাঁর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

গত কয়েকদিন ধরেই রিওয়াতে একটি লেপার্ড ঘনঘন হামলা চালাচ্ছে বলে অভিযোগ। কিন্তু এখনও তাকে ধরা সম্ভব হয়নি। সেই কারণে নিজেই হাতে মশারি নিয়ে লেপার্ড ধরার জন্য ময়দানে নামেন প্রাক্তন বিধায়ক ও বিজেপি-র নেতা শ্যামলাল দ্বিবেদী। ‘প্রশাসনিক ব্যর্থতা’-র অভিযোগ তুলে এটা তাঁর প্রতীকী প্রতিবাদ বলে জানা গিয়েছে। দ্বিবেদী দাবি করেছেন, গত কয়েকদিনে ৫ জন আহত হয়েছেন লেপার্ডের হামলায়। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।

আরও পড়ুন: R.G কর মেডিকেল কলেজে নতুন করে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি – দেখেনিন বিস্তারিত

শ্যামলাল বলেন, ‘মধ্যপ্রদেশের ৪ জন এবং উত্তরপ্রদেশের ১ জন আহত হয়েছেন। একটি গোরুকে আক্রমণ করে লেপার্ডটি। এলাকার একাধিক বাসিন্দা তার হামলায় আহত হয়েছেন। লেপার্ডটিকে যাতে দ্রুত কাবু করা যায় সেই এবং সাধারণ মানুষকে ভয় মুক্ত করা যায় সেই জন্য জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘এলাকার বাসিন্দারা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। প্রয়োজনে মানুষকে ভরসা জোগানোর জন্য আমি এখানে ক্যাম্প করেও থাকতে রাজি। জেলাশাসক এবং উচ্চ পদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি।’

উল্লেখ্য, গত ৩ দিন ধরে লেপার্ডটিকে ধরার জন্য অভিযান চালাচ্ছে বন দপ্তর। কিন্তু এখনও পর্যন্ত আসেনি কাঙ্খিত সাফল্য। তবে লেপার্ডের ‘সার্চ অপারেশন’ জারি রয়েছে বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল

আরও পড়ুন:–  কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন