Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মন্দির-মসজিদ নিয়ে পাঁচ দশকের দ্বন্দ্বের অবসান। মহারাষ্ট্রের কল্যাণের একটি সেশন আদালত দু্র্গাডি কেল্লার একটি অংশ নিয়ে চলা দীর্ঘ মামলার রায় ঘোষণা করল। ওই দুর্গের ভিতর থাকা একটি কাঠামোকে মসজিদ দাবি করে মুসলিমদের একটি পক্ষ মামলা দায়ের করেছিল। সেই দাবি খারিজ করে মহারাষ্ট্রের ওই আদালত জানিয়েছে, কেল্লাটির ওই অংশ আদতে একটি মন্দির।
মহারাষ্ট্রের ঠানে জেলায় অবস্থিত দু্র্গাডি কেল্লা নিয়ে এই মামলা চলছিল ৪৮ বছর ধরে। ১৯৭১ সালে থানের ডিস্ট্রিক্ট কালেক্টর দু্র্গাডি কেল্লাটিকে মন্দির হিসেবে ঘোষণা করেন। তারপরে ওই কেল্লার সেই অংশটিকেই মসজিদ দাবি করে আদালতে মামলা দায়ের করা হয় মুসলিমদের একটি পক্ষের তরফে। এতদিন পরে সেই মামলার রায় দিল আদালত। আদালতের রায়ে বলা হয়েছে দুর্গাডি কেল্লাটি মহারাষ্ট্র সরকারের সম্পত্তি হিসেবেই বিবেচিত হবে। রায় ঘোষণার পরে একাধিক হিন্দু সংগঠনের পক্ষ থেকে ওই কেল্লার ভিতরে দেবী দুর্গার আরতি করা হয়।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
কেন মামলা হয়েছিল?
মজলিশ-ই-মুশাভরিন মজ্জিদ ট্রাস্টের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছিল। তাদের দাবি ছিল, কেল্লার ভিতরে একটি বিশেষ কাঠামো আদতে ইদগাহ। ১৯৬৮ পর্যন্ত ওই জায়গাটি স্থানীয় মুসলিম বাসিন্দারা নমাজ পড়ার জন্য ব্যবহার করতেন। পরে মহারাষ্ট্র সরকার ওই চত্বরটির লিজ় দিয়ে দেয় কল্যাণ পুরসভাকে।
কেল্লাটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলেছে দুই সম্প্রদায়ের মধ্যে। কেল্লাটিকে মন্দির দাবি করে দীর্ঘদিন আন্দোলনও করেছে বাল ঠাকরের শিব সেনা।
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024