মহাকাশে মানুষ পাঠানো আর স্বপ্ন নয়, মাইলফলক ছুঁল ভারত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারত তার নিজস্ব প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহাকাশে মানুষ পাঠাতে উদ্যোগ নিয়েছে। সেজন্যই গগনযান মিশন। তবে এতদিন গগনযান মিশন নিয়ে শোনা যাচ্ছিল বা তার যন্ত্রাংশ, ইঞ্জিন নিয়ে পরীক্ষা চলছিল।

এবার গগনযানের স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়া শুরু করে দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পরিকল্পনা বা পরীক্ষা নয়, এবার যান পাঠানোর কাজ শুরু হয়ে গেল।

যেখান থেকে যানটি উৎক্ষেপিত হবে সেখানে পৌঁছে গেল মহাকাশযানটির প্রথম অংশ। একে সলিড মোটর সেগমেন্ট বলছে ইসরো। এটি যে উৎক্ষেপণ কেন্দ্রে পৌঁছে গেল তা ইসরো তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

গগনযান মিশনের হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকল ৩ বা এইচএলভিএম৩ তার রূপ নেওয়া শুরু করে দিল। ভারত ২০২৬ সালে মহাকাশে মানুষ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই মিশনের নাম গগনযান।

গগনযান সর্বাধিক ৩ জন নভশ্চরকে নিয়ে মহাকাশে পাড়ি দিতে পারবে। পৃথিবীর মাটি থেকে ৪০০ কিলোমিটার উপরে ভারতের এই যান মানুষকে নিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করতে সক্ষম। তারই বাস্তবায়নের প্রথম ধাপ সম্পূর্ণ করল ইসরো।

এর আগে বিশাখাপত্তনমের কাছে সমুদ্র উপকূলে ভারতীয় নৌসেনা ও ইসরো গগনযান ক্যাপসুলকে সুরক্ষিতভাবে উদ্ধারের পরীক্ষা সম্পূর্ণ করেছে। সিই২০ ক্রায়োজেনিক ইঞ্জিনের কার্যকারিতা নিয়ে এক অত্যন্ত কঠিন পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

এবার যন্ত্রাংশ নিয়ে যাওয়া শুরু হয়ে গেল। গগনযান সফল হলে ভারত নিজস্ব প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহাকাশে মানুষ পাঠানোর বিরল কৃতিত্ব অর্জন করে ফেলবে।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন