মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

modi in rally

Bangla News Dunia , Pallab : প্রযুক্তি এবং বিজ্ঞান যেন যুগের সঙ্গে সঙ্গে আরও কয়েকশো বছর এগিয়ে যাচ্ছে। আর তার হাত ধরেই বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইসও এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠেছে। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এবার মহাকাশে টহল দেবে ভারতীয় সেনা। নিশ্চই সকলে ভাবছেন যে মহাকাশে কি তবে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধতে চলেছে! কিন্তু না ঠিক তা নয়, আসলে বিজ্ঞান এমন পর্যায়ে পৌঁছেছে যে ভবিষ্যতে মহাকাশে যুদ্ধ হলেও সেটা অবাকের কিছুই থাকবে না। তাই সচেতনতার খাতিরে এবার ভারতও বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।

আরো পড়ুন :- পর্ন স্টারকে ঘুষ ! ট্রাম্পকে রেহাই দিল না আদালত

মহাকাশে যুদ্ধের জন্য প্রস্তুতি ভারতের

প্রায় সময়েই খবর খুললেই দেখা যায় বিশ্বের নানা দেশ প্রতিদিন অনেক অনেক স্যাটেলাইট পাঠাচ্ছে। সেক্ষেত্রে শোনা যাচ্ছে কিছু কিছু স্যাটেলাইটে যেমন যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন এবং আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার জন্য পাঠানো হয়। আবার কিছু স্যাটেলাইট মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অস্ত্র মজুত করা হচ্ছে সেখানে আবার কোনো দেশ মহাকাশে পরমাণু বোমার মতো অস্ত্রের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই ভারত সেক্ষেত্রে চুপ করে কেন বসে থাকবে? তাইতো ইসরো, ডিফেন্স স্পেস এজেন্সি, ডিআরডিও, মিলিটারি ইনটেলিজেন্স সহ একাধিক সংস্থা ভারতের এই সামরিক স্বপ্ন পূরণে নেমে পড়েছে। হাতে হাত মিলিয়ে চলছে কাজের দায়িত্বভার গ্রহণ।

মহাকাশে তৈরি করা হবে সেনাদের ঘাঁটি

এমনিতেই আমেরিকা, রাশিয়া স্পেস ফোর্স তৈরিতে অনেকটা এগিয়ে রয়েছে। এই মুহুর্তে ভারতের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চিন। তাই জোর গতিতে চলছে প্রস্তুতি। সম্প্রতি এই প্রসঙ্গে আর্মি হেড-কোয়াটার্সে একটা তথ্যপূর্ণ প্রেজেন্টেশন দিয়েছে ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স। সেখানে গড়ে তোলা হবে সেনা ঘাঁটি। ৫৩ স্যাটেলাইট, স্পেস কন্ট্রোল অ্যান্ড লঞ্চিং কম্যান্ড সঙ্গে স্পেস রিজার্ভ ইউনিট এবং অস্ত্রশস্ত্র।

তবে তার আগে সেনাঘাঁটির জন্য ৫২টি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ভারত। এর অধিকাংশই নজরদার স্যাটেলাইট। নির্দিষ্ট দায়িত্ব দিয়ে কয়েকটি কমিউনিকেশন স্যাটেলাইটও পাঠানো হবে। এবং এই সকল স্যাটেলাইটের সেনাপতি হিসেবে থাকবে U-থ্রি-সি ক্যাটেগরির স্যাটেলাইট। এবার দেখার পালা কল্পবিজ্ঞানের মত ভারতীয় সামরিক বাহিনী বাস্তবে মহাকাশে নিজেদের ঘাঁটি নির্মাণ করতে কতটা সফলতা অর্জন করবে। #End

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন