মহাকাশ বিজ্ঞানে বিরল সাফল্য, জানতে পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্রমে মহাকাশ যাত্রায় বেসরকারি উদ্যোগ জায়গা করে নিচ্ছে। ইসরোও চাইছে বেসরকারি বিনিয়োগ। বর্তমানে যে ২টি সংস্থা মহাকাশে রকেট পাঠানোর কাজ করছে তারা হল ইলন মাস্কের স্পেসএক্স এবং অ্যামাজন কর্তা জেফ বেজোসের ব্লু অরিজিন।

এই ব্লু অরিজিনই এবার আকাশে পাঠাল পৃথিবীর সর্ববৃহৎ রকেট। নিউ গ্লেন রকেট নামে এই রকেটটি ৩২ তলা বাড়ির সমান উঁচু। যা এদিন উড়ে যায় আকাশে।

ভারতীয় সময় দুপুর ১২টা ৩৩ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে মহাকাশে পাড়ি দেয় এই দানব রকেট। রকেটটি উড়ে যাওয়ার পর এক এক করে তার প্রতিটি স্তর সফলভাবে পার করে।

অবশেষে পৌঁছে যায় মহাকাশে। সংস্থার তরফ থেকে তাদের সফল অভিযানের কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। কেন উড়ে গেল এই রকেট? এটা কিন্তু নেহাতই পরীক্ষামূলক উড়ান ছিল।

যা সঙ্গে করে কোনও কৃত্রিম উপগ্রহ নিয়ে যায়নি। বরং নিয়ে গিয়েছিল একটি ব্লু রিং পাথফাইন্ডার। কক্ষ থেকে পৃথিবীর মাটি পর্যন্ত যে সংযোগ স্থাপন, তা সঠিকভাবে হচ্ছে কিনা তা পরীক্ষা করবে এই যন্ত্র।

এদিন ব্লু অরিজিনের সাফল্যে অবশ্য সামান্য হলেও ত্রুটি রয়ে গেল। ব্লু অরিজিনের বিজ্ঞানীরা চেয়েছিলেন এই রকেটটি আকাশে পৌঁছে যাওয়ার পর তার বুস্টারটি ফিরে আসবে পৃথিবীতে। আটলান্টিক মহাসাগরের কোথায় তা এসে পড়বে তাও স্থির করা ছিল।

কিন্তু ফিরতি পথে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় তা হারিয়ে যায়। সংস্থার তরফে জানানো হয় তারা বুস্টারটিকে হারিয়ে ফেলেছে। ফলে তা আর ফিরে এল না। চলতি বছরেই এমন ১০টি নিউ গ্লেন রকেট মহাকাশে পাঠানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে জেফ বেজোসের সংস্থা।

 

আরও পড়ুন:– হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে হুহু করে বাড়ল আদানি গোষ্ঠীর স্টকের দাম

আরও পড়ুন:– সরকারি কর্মীরা পাবেন 25 লাখ টাকা। অবসরের পর বিশেষ সুবিধার ঘোষণা করল সরকার। দেখে নিন বিস্তারিত

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন