মহাকুম্ভে নজর কাড়ছেন সুন্দরী সাধ্বী ! জানুন কে এই মোহময়ী ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : মহাকুম্ভে নজর কাড়ছেন সুন্দরী! হর্ষা রিচারিয়া নামের এক সুন্দরী সাধ্বী সম্প্রতি ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্নান করতে আসছেন প্রয়াগরাজে। আর সেখানেই সবার চোখ টানছেন কপালে হলুদ তিলক আর লাল সিঁদুরের টিপ পরা এই সুন্দরী। অনেকে যদিও ভন্ড বলছেন তাঁকে। কিন্তু তাঁর আসল পরিচয়টা কী?

জানা গিয়েছে, হর্ষা সঞ্চালিকার কাজ করেন। ইনস্টাগ্রামেও প্রায় ১ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর। তবে তাঁর পরিচয় জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি উত্তরাখণ্ড থেকে মহাকুম্ভে এসেছি এবং আচার্য মহামণ্ডলেশ্বরের শিষ্যা।জীবনে অনেক কিছু অর্জন করে ফেলেছি অভিনয়, সঞ্চালনা ও বিশ্ব ভ্রমণ করে। আমি বুঝেছি এসব করে প্রকৃত শান্তি পাওয়া যায় না। খ্যাতি বা স্বীকৃতি থাকতে পারে, কিন্তু কোনও শান্তি নেই। যখন ভক্তি আকর্ষণ করতে শুরু করে, তখন জাগতিক সংযোগ থেকে দুরে সরে এসে প্রার্থনা, স্তোত্র এবং ঈশ্বরের প্রতি ভক্তিতে নিমজ্জিত হতে হয়।’

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

তবে মহাকুম্ভে হর্ষার এই সাধ্বীর বেশ দেখে তাঁকে ভন্ড বলেও সম্বোধন করছেন বহু নেটিজেন। অনেকেই বলছেন সমাজমাধ্যমে ফলোয়ার বাড়ানোর কৌশল এটা। তবে আসল সত্য যাই হোক না কেন এই সুন্দরীর রুপে যে এইমুহূর্তে মজে রয়েছে নেটদুনিয়া তা নিয়ে দ্বিমত নেই কারও।


আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন