মহাকুম্ভে যাবেন নাকি? ৪২ জোড়া স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কুম্ভমেলা উপলক্ষে ৪২ জোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের স্মারক এই কুম্ভমেলা। কোটি কোটি মানুষের মিলনক্ষেত্র। ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হচ্ছে মহাকুম্ভ। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উপলক্ষেই হাওড়া থেকে টুন্ডলা স্পেশাল ট্রেন ও হাওড়া-ভিন্দ ও হাওড়া-প্রয়াগরাজ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। এ ছাড়াও বিশেষ ট্রেন চলবে মালদা টাউন স্টেশন থেকেও।

কুম্ভমেলা উপলক্ষে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কোটি কোটি ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। ভক্তদের সুবিধার কথা মাথায় রেখেই এই বিপুল সংখ্যক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। ভক্তদের সুবিধার্থে কুম্ভ ২০২৫ মোবাইল অ্যাপকেও আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

দেশের বিভিন্ন প্রান্ত থেকেই বহু অতিরিক্ত ট্রেন প্রয়াগরাজমুখী হবে। বাংলার হাওড়া, মালদা টাউন থেকেও ট্রেন ছাড়ছে। ২ জানুয়ারি থেকে মালদা টাউন স্টেশন থেকে প্রতি বৃহস্পতিবার ও শনিবার রাত ৮টা ৪৫-এ স্পেশাল ট্রেন ছাড়বে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

ট্রেনটি উভয় দিকে পূর্ব রেলওয়ের যাত্রাপথে উভয় দিকেই নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং অভয়পুর স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে।

অন্যদিকে হাওড়া-টুন্ডলা কুম্ভমেলা স্পেশাল হাওড়া থেকে রাত ৭টা ৩৫-এ ছেড়ে পরের দিন সন্ধ্যা ৭টা ২০তে টুন্ডলা পৌঁছবে। এই ট্রেন ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি এবং ১৬, ২০, ২৪ জানুয়ারি চলবে। এর পর ৫ ফেব্রুয়ারি, ৭, ১৪, ২১, ২৬ তারিখ চলবে। এই ট্রেন উভয় দিকে পূর্ব রেলওয়ের যাত্রাপথে বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

হাওড়া-ভিন্দ কুম্ভমেলা স্পেশাল ট্রেনও হাওড়া থেকে ছাড়বে ১ জানুয়ারি, ১৮ জানুয়ারি ও ১৯ জানুয়ারি। ট্রেনটি উভয় দিকে পূর্ব রেলওয়ের যাত্রাপথে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে।

১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমা। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে প্রথম শাহী স্নানের পূণ্যতিথি। ২৯ জানুয়ারি মৌনি অমাবস্যায় দ্বিতীয় শাহী স্নানের তারিখ। ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, ৪ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতেও থাকছে শাহী স্নানের তারিখ। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে হাওড়া-টুন্ডলা, হাওড়া-ভিন্ড এবং মালদা টাউন-প্রয়াগরাজ রামবাগ রুটে ছুটবে স্পেশাল ট্রেন।

 

 

মন্তব্য করুন