Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিনকয়েক আগেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল মহাকুম্ভের একটি ঘটনা। চর্চিত হয়েছে মাত্র ১৩ বছরের একটি মেয়ের সন্ন্যাস নেওয়ার বিষয়টি। মেয়েটির ইচ্ছে ছিল, তার বাবা-মায়েরও ইচ্ছে ছিল। সেই মতোই এক গুরুর কাছে দান করে দেওয়া হয়েছিল সেই নাবালক কিশোরীকে, তার নতুন নাম হয়েছিল গৌরি গিরি। এ বার সেই কিশোরী তো বটেই, তার গুরু শ্রী মহন্ত কৌশল গিরিকেও বহিষ্কার করল জুনা আখড়া। শুধু আখড়া থেকেই নয়, মহাকুম্ভ মেলা থেকেও বহিষ্কার করা হয়েছে ওই ২ জনকে। ওই নাবালিকাকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার মহাকুম্ভ মেলা প্রাঙ্গনে আখড়ার ক্যাম্পে দীর্ঘ মিটিং চলে আখড়ার শীর্ষ নেতৃত্বের। সেখানেই ২ জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদমাধ্যম সূত্রের খবর, জুনা আখড়ার মহন্ত হরি গিরি জানিয়েছেন, আখড়ায় কোনও সন্ন্যাসী বা সন্ন্যাসিনী নেওয়ার যে নিয়ম রয়েছে তা ভাঙা হয়েছে। সেই কারণেই এত কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহন্ত কৌশল গিরি ওই নাবালিকাকে সন্ন্যাসী সম্প্রদায়ের নেওয়ার জন্য কোনও পর্যাপ্ত নথি দেখাতে পারেননি ওই গুরু।
মহন্ত হরি গিরি জানিয়েছেন, আখড়ায় সন্ন্যাসিনী হওয়ার জন্য ন্যূনতম বয়স ২২ বছর। তার আগে কোনও মহিলা আখড়ার সদস্য হতে পারবেন না। সংবাদমাধ্যম সূত্রের খবর, মহন্ত হরি গিরি বলেছেন, ‘কোনও মহিলা সন্ন্যাস নিতেই পারেন, কিন্তু তার আগে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁকে পরিণতমনস্ক হতে হবে। যদি কোথাও এক দিনের শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, আখড়া তাকে দত্তক নিতে পারে। কিন্তু ২২ বছরের নীচের কাউকে সাধারণভাবে আখড়া গ্রহণ করবে না।’
আগরার একটি ব্যবসায়ী পরিবারের সন্তান এই নাবালিকা। যে ভিডিয়ো ভাইরাল হয়েছিল, তাতে দেখা গিয়েছে, ওই নাবালিকা বলছে তার IAS হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু মহাকুম্ভে আসার পর তার স্বপ্ন বদলে গিয়েছে।
আরও পড়ুন:– কিডনির সমস্যার সমাধান করে এই খাবারগুলি
আরও পড়ুন:– বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025