Bangla News Dunia , Pallab : সাফল্যের তাজ মাথায় নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদিতে ফিরলেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিস। মুম্বইয়ের আজাদ ময়দানে এদিন তিনি শপথ পাঠ করেন। বিজেপি, একনাথ শিন্ডে শিবিরের শিবসেনা, অজিত পাওয়ারের শিবিরের এনসিপি জোটের মহাযুতি মহারাষ্ট্রে তৈরি করতে চলেছে তাদের পরবর্তী সরকার। বৃহস্পতিবার লক্ষ্মীবারে এই শপথ অনুষ্ঠান ছিল কার্যত চাঁদের হাট।
আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসার আগে, এদিন দেবেন্দ্র ফড়ণবিসের বাড়িতে চলে গৌপুজো। মুম্বাদেবীর মন্দিরেও পৌঁছন ফড়ণবিস। বিকেল ৫ টার কিছু পর ফের একবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়ণবিস। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। ছিলেন অমিত শাহ, জেপি নড্ডা, শিবরাজ সিং চৌহান সহ বহু বিশিষ্টদের উপস্থিতিতে এই শপথ পাঠ করেন দেবেন্দ্র ফড়ণবিস।
এদিকে, দেবেন্দ্র ফড়ণবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ায়,ডেপুটির চেয়ারে এবার শিন্ডে শিবিরের শিবসেনার একনাথ। আর এবার খবর, সম্ভবত, মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরে নজর রয়েছে একনাথের। সেই দফতর যাতে তিনি পান, তার জন্য সম্ভবত বিজেপির দোর্দণ্ডপ্রতাপ নেতা অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন একনাথ শিন্ডে। #Short News
আরো পড়ুন :- ভারতের একমাত্র রাজ্য যা ৩ দেশ দিয়ে ঘেরা! জনসংখ্যা ৯১ মিলিয়ন