মহিলা প্রাবন্ধিককে যৌন নিগ্রহ মামলায় হার ট্রাম্পের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Donald Trump

 

Bangla News Dunia, দীনেশ :- প্রেসিডেন্ট নির্বাচনে জিতেও নথি জালিয়াতি মামলায় রেহাই মেলেনি ডোনাল্ড ট্রাম্পের । তিনি হেরেছেন। এবার মহিলা প্রাবন্ধিক এলিজাবেথ জেন ক্যারলকে যৌন নির্যাতন ও মানহানির মামলাতেও হারলেন।

সোমবার ম্যানহাটনের ফেডারেল আপিল আদালত পূর্বতন রায় বহাল রাখায় নিম্ন আদালতের নির্দেশানুযায়ী ট্রাম্পকে ৫০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে হবে এলিজাবেথকে।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

এলিজাবেথ জেন ক্যারলের করা যৌন নির্যাতন ও মানহানির মামলাটির পুনর্বিচারের আবেদন করেছিলেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। আদালত তা নাকচ করে জানিয়েছে, অভিযোগের সমস্ত প্রমাণ যথার্থভাবে আদালতে দাখিল করা হয়েছে।

আরো পড়ুন :- ২০২৪ সালে ভারতীয়রা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করলেন ? একনজরে দেখে নিন তালিকা

ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির যে মামলা করেন সেই ঘটনা ১৯৯৬ সালের। ক্যারলের অভিযোগ ছিল, নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরে বন্ধুর জন্য উপহার কিনতে গিয়েছিলেন তিনি। ট্রাম্প সেখানে ছিলেন। ট্রাম্প তাঁর পূর্ব পরিচিত। উপহার পছন্দ করতে ট্রাম্প তাঁকে সহায়তা দেন বটে কিন্তু ড্রেসিংরুমে তাঁকে ধর্ষণ করেন। ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলাও করেন।

আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন