মাটি খুঁড়তে উঁকি দিল ৪ স্তরের ঐতিহাসিক ভাভ, তৈরির কারণ জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একটি সংগঠনের কাছ থেকে আবেদনটা আসে। তা পড়ার পর বিষয়টি উড়িয়ে দেননি জেলাশাসক। তিনি খননকার্যের নির্দেশ দেন। এক মাসও হয়নি এখানে একটি প্রাচীন মন্দিরের খোঁজ মিলেছে। তাই এখানে মাটির তলায় আরও কিছু যে লুকিয়ে থাকতেই পারে তা উড়িয়ে দেওয়ার নয়।

খনন শুরু হয়। ৪৫ ঘণ্টা ধরে খনন চলার পর এই খোঁজ যে বৃথা নয় তা প্রমাণিত হয়। মাটির তলা থেকে উঁকি দেয় একটি নির্মাণ। কি রয়েছে সেখানে? আরও খনন শুরু হয়। তবে খুব সাবধানে। নির্মাণ নষ্ট না করে।

আরো পড়ুন:– ৩২৪৩৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ! দেখুন কিভাবে আবেদন করবেন

আর তা করতে গিয়েই বেরিয়ে আসে একটি স্টেপওয়েল। হাজির হন উত্তরপ্রদেশের সম্ভলের জেলাশাসক রাজেন্দ্র পেনসিয়া। তিনি সাংবাদিকদের জানান, এখনও পুরো খনন সম্পূর্ণ হয়নি।

তবে মনে করা হচ্ছে মোট ৪টি স্তর রয়েছে। ৪টি স্তরের স্টেপওয়েল। যা রাজা বিলালির মাতামহের সময় তৈরি হয়েছিল। সিপাহি বিদ্রোহের সময় গোপন বৈঠকে এটি ব্যবহার হত।

লক্ষ্মণগঞ্জ এলাকায় খনন করে এর আগে প্রাচীন বাঁকেবিহারী মন্দিরের খোঁজ মিলেছে। তারই কাছে মিলল এই স্টেপওয়েলের খোঁজ। বিস্তীর্ণ একটা করে ধাপ। এভাবেই ধাপে ধাপে নেমে নিচে পুকুর। এটাই স্টেপওয়েলের ধারনা।

রাজ পরিবার এই ধরনের স্টেপওয়েল তৈরি করে ব্যবহার করত। এই স্টেপওয়েলের খোঁজ পাওয়া গেলেও আপাতত তা পুরোটা মাটির তলা থেকে বার করে আনতে স্থানীয় পুরসভাকে দায়িত্ব দিয়েছেন জেলাশাসক। এখনই তিনি এই স্টেপওয়েল এএসআই-য়ের হাতে তুলে দিতে চাইছেন না।

আরো পড়ুন:– ৩ দিন বেপাত্তা বিমানের খোঁজ মিলল অদ্ভুত জায়গায়, ঘনাচ্ছে রহস্য

আরো পড়ুন:– ভিডিয়ো নিয়ে কড়া গাইডলাইন জারি YouTube-এর, চালানোর আগে জেনে নিন

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন