মাত্র ১৪ বছর বয়সে বিশ্বরেকর্ড ইরার, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাত্র ১৪ বছর বয়সে রেকর্ড বইতে জায়গা করে নিলেন মুম্বইয়ের ইরা যাদব। মেয়েদের অনূর্ধ্ব ১৯ ওয়ান ডে ট্রফিতে তিনি দ্বিতীয় সর্বাধিক রান করার নজির তৈরি করলেন। দক্ষিণ আফ্রিকার লিজ়েল লি-র সঙ্গে একই আসনে জায়গা করে নিলেন তিনি।

সম্প্রতি মেয়েদের অনূর্ধ্ব ১৯ ওয়ান ডে ট্রফিতে খেলতে নামে মুম্বই, প্রতিপক্ষ মেঘালয়। সেখানে ইরা যাগব ১৫৭ বলে অপরাজিত ৩৪৬ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৪২টা চার ও ১৬টা ছক্কা। তিনি ২২০.৩৮ স্ট্রাইট রেটে রান করেন। তাঁর দাপটে মুম্বই মাত্র তিন উইকেট হারিয়ে ৫৬৩ রান করে।

এই দাপুটে ইনিংসের পর মেঘালয় ১ শতাংশও লড়াই দিতে পারেনি। ৫৬৩ রানের জবাবে তারা মাত্র ১৯ রানে অলআউট হয়ে যায়। ৬ জন প্লেয়ার গোল্ডেন ডাক হন।

এই ইনিংসটা থেকে ইরা বিশ্ব ক্রিকেটে রেকর্ড তৈরি করলেন। মেয়েদের অনূর্ধ্ব ১৯ ওডিআইতে দ্বিতীয় প্লেয়ার হিসেবে এত রান করলেন তিনি। তালিকায় শীর্ষে আছেন লিজ়েল লি। তাঁর রান ৪২৭। ২০১০ সালে তিনি এই রান করেছিলেন।

ম্যাচের ছবি

ইরা যাদব মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন। তিনি দ্বিতীয় উইকেটে দলের অধিনায়ক হার্লি গালার সঙ্গে ২৭৪ রানের পার্টনারশিপ তৈরি করেন। হার্লি ৭৯ বলে ১১৬ রান করেন। ইরা এই পার্টনারশিপে ৭১ বলে ১৪৯ রন করেছিলেন। এরপর তিনি দীক্ষা পাওয়ারের সঙ্গে ১৮৬ রানের পার্টনারশিপ করেন। মুম্বইয়ের বিরুদ্ধে বল করে মেঘালয়ে ৩ জন বোলার ১০ ওভারে ১০০-রও বেশি রান দেন।

ইরা যাদব শ্রদ্ধাশ্রম বিদ্যামন্দির আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করছেন। এই স্কুলেই পড়াশোনা করেছেন সচিন তেন্ডুলকর, বিনোদ কাম্বলি ও অজিত আগরকরের মতো প্রাক্তন ভারতীয় তারকারা। ইরা সম্প্রতি ওমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে নাম লেখান। যদিও দল পাননি।

আরও পড়ুন:– স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন

আরও পড়ুন:– বেড়ালের রহস্যমৃত্যুতে হলো ময়নাতদন্ত, জানুন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন