Bangla News Dunia, Pallab : গত বছর জুলাই মাসে দেশের আমজনতাকে ঝটকা দিয়ে মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছিল Jio, Airtel, Vi এর মত কোম্পানিগুলি। যদিও BSNL নিজের প্ল্যানের দাম বদলে করেনি ফলে বহু লোকেই নাম্বার পোর্ট করে না নতুন করে বিএসএনএল এর সিম কার্ড নিয়ে নেন। তবে এরই মধ্যে দাবি ওঠে ন্যায্য দামের রিচার্জের। যেটার পক্ষে সম্মতি জানায় টেলিকম রেউগুলেটরি অথরিটি বা TRAI।
TRAI-র নয়া নিয়ম আসতেই সস্তা হল রিচার্জ
আজও এমন বহু গ্রাহক আছেন যাদের ডেটা ব্যবহারই হয় না। অথচ সমস্ত টেলিকম কোম্পানিগুলিই তাদের রিচার্জ প্ল্যানের মধ্যে ফ্রি ডেটা দিয়ে দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তাই TRAI এর তরফ থেকে জানানো হয় যে ডেটা ছাড়া রিচার্জ চালু করতে হবে যেমনটা আগে ছিল। ইতিমধ্যেই নতুন নিয়ম অনুযায়ী Airtel, Jio, Vi থেকে BSNL সবাই ডেটা ছাড়া রিচার্জ লঞ্চ করেছে। তবে এখনও একটা সমস্যা থেকেই যাচ্ছিল সেটা হল রিচার্জ না করলে সিমকার্ডের ভ্যালিডিটি।
আরো পড়ুন :- নকল সূর্য বানিয়ে চমকাল চিন
হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকাল যদি সিমকার্ডে রিচার্জ না করা হয় তাহলে ৩-৭ দিনের মধ্যেই ইনকামিং কল থেকে শুরু করে প্রয়োজনীয় OTP আসা বন্ধ হয়ে যায়। বর্তমানে যেখানে নূন্যতম রিচার্জ প্রায় ২০০ এর কাছাকাছি সেখানে যাদের দুটি নাম্বার তাদের পক্ষে এটা বেশ চাপের হয়ে দাঁড়াচ্ছিল। তাই মোবাইল কোম্পানিগুলিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নাম্বার চালু রাখার আদেশ হওয়া হয় TRAI এর তরফ থেকে। যার ফলে এখন থেকে রিচার্জ না করলেও ৯০ দিন পর্যন্ত নেটওয়ার্ক পরিষেবা চালু থাকবে অর্থাৎ কল ও এসএমএস রিসিভ করতে পারবেন আপনি। বিএসএনএল এর ক্ষেত্রে এই সময় ১৮০ দিন হবে বলেও জানানো হয়েছে।
জলের দরে ভ্যালিডিটি রিচার্জ
এখন প্রশ্ন হল রিচার্জ ছাড়া ৯০ দিন না হয় কাটালেন তারপর? আবারও কমপক্ষে ২০০ টাকার রিচার্জ করতেই হবে শুধুমাত্র নাম্বার চালু রাখার জন্য? না এখানেও অনেকটাই স্বস্তি এনেছে নয়া নিয়ম। যদি নির্দিষ্ট সময় পরেও কোনো রিচার্জ না করা হয়ে তাহলে মেন ব্যালেন্স থেকে ২০ টাকা কাটা হবে যার বদলে আরও ৩০ দিনের বৈধতা প্রদান করা হবে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যদি মেন ব্যালেন্সে ২০ টাকা না থাকে তাহলে নাম্বার বন্ধ করে দেওয়া হতে পারে।
২০ টাকায় ১২০ দিনের বৈধতা দেবে BSNL
বাকি কোম্পানির যেখান ২০ টাকায় ৩০ দিনের জন্য বৈধতা দেবে সিমকার্ডগুলিকে সেখানে বিএসএনএল ফের বড় ঘোষণা করেছে। মাত্র ২০ টাকার রিচার্জের বিনিময়েই ১২০ দিনের অতিরিক্ত বৈধতা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এমন একটা রিচার্জের জেরে অনেক টাকা বাঁচাতে পারবেন সাধারণ গ্রাহকেরা। তবে এর সাথে কোম্পানি আরও জানাচ্ছে ১২০ দিন পর রিচার্জের জন্য আরো ১৫ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হবে।
আরো পড়ুন :- ৫,০০০ টাকায় ব্যবসা শুরু করুন, মাসে আয় ৫০,০০০ টাকা ! দেখুন স্বল্প বিনিয়োগের ৫টি ব্যবসা