Bangla News Dunia, দীনেশ : মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি ও বোন রেহানা। অডিও বার্তায় বিস্ফোরক কথা বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। শেষ মুহূর্তে ঠিক কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল মুজিবকন্যাকে সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শোনা গেল তাঁর মুখে। হাসিনার দল আওয়ামি লিগ (Awami League) সেই অডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে।
গত বছর ৫ অগাস্ট গণ অভ্যুথ্থানের জেরে বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ভারতে চলে আসেন তিনি। দেশ ছাড়ার পর দিল্লিতে চলে আসেন শেখ হাসিনা। রাজধানীতে বসেই একাধিক বার্তা দিতে দেখা গিয়েছে তাঁকে।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
সম্প্রতি তাঁর একটি অডিও বার্তা আওয়ামি লিগ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা গিয়েছে, ‘২০-২৫ মিনিটের ব্যবধানে আমি ও রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি।’ কোটালিপাড়ায় বোমা বিস্ফোরণ, ৫ অগাস্টের সেই পরিস্থিতি এসব থেকে বেঁচে যাওয়ার জন্য আল্লাহ’র কোনও হাত রয়েছে বলে মনে করেন বাংলাদাশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘তাঁরা যেভাবে হত্যার পরিকল্পনা করেছিল, তাতে বেঁচে যাওয়ার কথা নয়। আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু করাতে চান বলে আমি বেঁচে আছি।’ দেশে বাড়ি-ঘর সব পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব বলতে গিয়ে কেঁদে ফেললেন হাসিনা।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত