মাত্র ২ সপ্তাহে ৫ লাখের বেশি আয়ুষ্মান কার্ডের আবেদন জমা পড়লো, জানুন আপনি কীভাবে করবেন ?

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)-এর সম্প্রসারণের কারণে ৭০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য আয়ুষ্মান কার্ডের আবেদন এখন আরো সহজতর হয়ে উঠেছে। সম্প্রতি এই স্কিমের অধীনে প্রায় ৫ লক্ষ প্রবীণ নাগরিক আবেদন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পরে এই উদ্যোগে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় আর সচেতনতা আনা হয়েছে। 

ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) জানিয়েছে দুই সপ্তাহের মধ্যেই এই প্রকল্পে প্রায় ৫ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৪.৬৯ লক্ষ আবেদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। এই উদ্যোগের ফলে দেশের প্রবীণ নাগরিকদের মধ্যে স্বস্তির নিঃশেষ দেখা গেছে। 

 

আয়ুষ্মান ভারত প্রকল্প কি? 

২০১৮ সালে চালু হওয়া আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পের অধীনে দরিদ্র এবং নিন্মবিত্ত পরিবারকে প্রতিবছর ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা সুরক্ষা প্রদান করা হয়।

এই প্রকল্পটি বর্তমানে ১২.৩৪ কোটি পরিবারের প্রায় ৫৫ কোটি মানুষকে সুবিধা দিচ্ছে। সম্প্রতি ৭০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের ফলে এই প্রকল্পটির প্রবীণ নাগরিকদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

আরো পড়ুন :- কেমন হবে ট্রাম্প-মোদীর রসায়ন ? জানালেন জয়শঙ্কর

কোন কোন রাজ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে?

বর্তমানে সর্বাধিক আবেদন জমা পড়েছে মধ্যপ্রদেশ রাজ্য থেকে। সেখানে আবেদনকারীর মোট সংখ্যা ১.৬৬ লক্ষ। এরপর রয়েছে কেরালা, যেখানে আবেদনকারী সংখ্যা ১.২৮ লক্ষ। তারপর উত্তরপ্রদেশে আবেদনকারীর সংখ্যা ৬৯,০৪৪ জন এবং গুজরাটে আবেদনকারী সংখ্যা ২৫,৪৯১ জন।

আরো পড়ুন :- মাত্র ৫ বছরেই কোটিপতি, ২ টাকার এই শেয়ারে রিটার্ন ৬৩১৬২%। বিনিয়োগ করার আগে জেনে নিন

কিভাবে আবেদন করবেন?

এই প্রকল্পের সুবিধা নিতে প্রবীণ নাগরিকরা সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট www.beneficiary.nha.gov.in -এ যেতে হবে। এছাড়া আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করেও আবেদন করতে পারবেন।

এরপর আধার কার্ডের মাধ্যমে পরিচয় ও যোগ্যতা যাচাই করতে হবে। এক্ষেত্রে আধার কার্ড বয়স এবং বাসস্থানের প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। তবে বলে রাখা ভালো, এই প্রকল্পের সুবিধা নিতে গেলে আবেদনকারীকে অবশ্যই আধার ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন :- দিল্লির ‘খান চকে’র নাম বদলে দিল মোদী সরকার ! জানুন কি হল নতুন নাম ?

কর্তৃপক্ষের বক্তব্য

ন্যাশনাল হেলথ অথরিটির (NHA) একজন কর্মকর্তা জানিয়েছেন, যে তারা রাজ্যগুলির সঙ্গে তথ্য, শিক্ষা এবং যোগাযোগ কার্যক্রমের মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে। আশা করা হচ্ছে আগামীতে আরও বেশি প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে আগ্রহী হবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে এখন সহজ প্রক্রিয়া ও ন্যূনতম নথিপত্রের প্রয়োজনীয়তা এই উদ্যোগকে জনসাধারণের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলেছে।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন