মাত্র ৫০ টাকা বিনিয়োগে ৩৫ লক্ষ টাকা রিটার্ন, Post Office-এর চমকপ্রদ স্কিম সম্পর্কে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Post-Office-Scheme

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যদি নিরাপদ বিনিয়োগের সঙ্গে আরও ভাল রিটার্ন চান তবে বিনা দ্বিধায় পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনায় ঝুঁকি ছাড়াই ভাল মুনাফা অর্জন করা যেতে পারে।

এই স্কিমে নিয়মিত বিনিয়োগের পরে, ৩৫ লক্ষ টাকা পর্যন্ত একক পরিমাণ পেতে পারেন। ভাল আয়ের পাশাপাশি, গ্রাম সুরক্ষা যোজনা জীবন বীমার সুবিধাও প্রদান করে। গ্রাম সুরক্ষা যোজনায় বিনিয়োগকারীর বয়স ১৯ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।

আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন

আরো পড়ুন: সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery

স্কিমে বিনিয়োগ ১০ হাজার টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে৷ প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিকভাবে পরিশোধ করতে পারেন। যদি ১৯ বছর বয়সে ১০ লক্ষ টাকার গ্রাম সুরক্ষা যোজনা নেন, তাহলে ৫৫ বছর পর্যন্ত প্রতি মাসে ১,৫১৫ টাকা প্রিমিয়াম দিতে হবে।

একই সময়ে, ৫৮ বছরের জন্য প্রতি মাসে ১,৪৬৩ টাকা এবং ৬০ বছরের জন্য প্রতি মাসে ১৪১১ টাকা জমা দিতে হবে। এই স্কিমের অধীনে, বিনিয়োগকারীকে প্রতিদিন প্রায় ৫০ টাকা অর্থাৎ প্রতি মাসে ১৫০০ টাকা জমা করতে হবে।

বিনিয়োগকারী ৫৫ বছরের জন্য ৩১.৬০ লক্ষ টাকা, ৫৮ বছরের জন্য ৩৩.৪০ লক্ষ টাকা এবং ৬০ বছরের জন্য ৩৪.৬০ লক্ষ টাকা ম্যাচুরিটির সুবিধা পাবেন৷ স্কিমের অধীনে, এই পরিমাণ ব্যক্তি যখন ৮০ বছর বয়সে পরিণত হয় তখন তাকে হস্তান্তর করা হয়। যদি ব্যক্তিটি মারা যায়, তবে পরিমাণটি বৈধ উত্তরাধিকারীর কাছে যাবে।

গ্রাহক ৩ বছর পর পলিসি সমর্পণ করতে পারেন। তবে, সেক্ষেত্রে এটা দিয়ে কোনও লাভ হবে না। পলিসির সবচেয়ে বড় আকর্ষণ ইন্ডিয়া পোস্টের দেওয়া বোনাস। সর্বশেষ ঘোষিত বোনাসটি প্রতি বছরে ১ হাজার টাকায় ৬০ টাকা। আরও তথ্যের জন্য নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

আরো পড়ুন:– বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনও পার্থক্য নেই, মেহবুবা মুফতির মন্তব্যে বিতর্ক তুঙ্গে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন