মাত্র 10 টাকায় 1 বছর ফ্রী রিচার্জ ! নতুন বছরে বিরাট উদ্যোগ TRAI-র

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : মোবাইল রিচার্জের মূল্য বৃদ্ধি পাওয়ায় আপনারা কি চিন্তিত? পরিবারের অন্য খাতে খরচ কমিয়ে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে মোবাইল রিচার্জে? তাহলে চিন্তার আর কারণ নেই, নতুন বছরে মোবাইল গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, মাত্র ১০ টাকায় এক বছরের রিচার্জ সহ একাধিক সুবিধা দিতে চলেছেন ভারতীয় টেলিকম সংস্থাগুলি। নতুন বছরের শুরুতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নতুন নীতি লাগু করেছেন। এই নীতি গুলো মানতে হবে ভারতের সকল টেলিকম সংস্থা গুলিকে। যার ফলে গ্রাহকেরা অতিরিক্ত কিছু সুযোগসুবিধা পেতে পারেন বলে আশা করছে সকলে। এর প্রভাব মোবাইল গ্রাহকদের উপর সরাসরি পড়তে চলেছে। তাই আপনি একজন নিয়মিত মোবাইল গ্রাহক হয়ে থাকলে তথ্যটি জেনে রাখুন। মোবাইল সংস্থার এই সিদ্ধান্ত কিছুটা হলেও আপনাদের উপকারে আসতে চলেছে।

TRAI এর নতুন নিয়ম: –

ভারতবর্ষের মোবাইল নেটওয়ার্ক গুলি পরিচালনা করে থাকেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। এর নির্দেশে টেলিকম সংস্থাগুলির নীতি নির্ধারণ করা হয়। তাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কোন সিদ্ধান্ত গ্রহণ করলে তা ভারতবর্ষের একাধিক মোবাইল নেটওয়ার্ক যেমন- Airtel, Jio, Vodafone – Idea এবং BSNL-সহ বিভিন্ন টেলিকম সংস্থাকে TRAI-এর নতুন নিয়ম মেনে চলতে হবে।TRAI এর এই নতুন নিয়ম ২০২৪ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যকর করা হবে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

TRAI এর নতুন নিয়মের সুবিধা: –

TRAI এর নতুন নিয়মে মোবাইল নেটওয়ার্ক গুলির সম্প্রসারণ এবং উন্নতির পাশাপাশি রিচার্জ প্লানেও গ্রাহকরা অতিরিক্ত সুবিধা পাবেন। নিম্নে নতুন নিয়মের সুযোগ সুবিধা গুলি উল্লেখ করা হলো-

  •  টেলিকম সংস্থার নতুন নিয়ম অনুযায়ী 2G ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস এবং SMS পরিষেবা পেতে বিশেষ ভাউচার (STV) চালু করা বাধ্যতামূলক করা হয়েছে। বয়স্ক প্রবীণ এবং গ্রামীণ নিম্নবিত্ত পরিবারের জন্য এই সুবিধা বিশেষ উপকারে আসতে চলেছে।
  •  পূর্বে স্পেশাল ট্যারিফ ভাউচারের সুবিধা মাত্র ৯০ দিনের জন্য উপলব্ধ ছিল, যা রিচার্জ প্লান অনুযায়ী খুবই কম সময়। বর্তমানে TRAI নতুন নিয়ম অনুযায়ী স্পেশাল টারিফ ভাউচারের সুবিধা এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের জন্য বাড়ানো হলো।
  • আগে বিভিন্ন রিচার্জের ক্ষেত্রে একাধিক কালার কোড ব্যবহার করা হতো। বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী সেই কালার কোড বাতিল করা হয়েছে, যার ফলে অনলাইনে রিচার্জ আরো সুবিধা হবে।
  • ২০১২ সালের টেলিকম ট্যারিফ অর্ডারের ৫০ তম সংশোধনী অনুযায়ী ১০ টাকার বাধ্যতা মূলক তুলে দেওয়া হলো, যার ফলে গ্রাহকদের রিচার্জ খরচ এবার থেকে আরো কমবে।
  • এছাড়াও যে সকল গ্রাহকরা ডুয়েল সিম ব্যবহার করেন তাদের জন্য টেলিকম সংস্থা বিশেষ কিছু সুবিধা দেওয়ার কথা ভাবছেন। কারণ অধিক সময় ডুয়েল সিম গ্রাহকেরা দুটি মোবাইল নাম্বার সচল রাখতে আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। এদের কথা মাথায় রেখে টেলিকম সংস্থার এই সিদ্ধান্ত।

New Year Recharge Offer 

TRAI এর এই নতুন নিয়ম কার্যকর হলে দেশের প্রায় ১২০ কোটির মোবাইল গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন। এছাড়াও যারা ডুয়েল সিম ব্যবহার করে থাকেন, তাদের আর ভয়েস এবং SMS পরিষেবার জন্য বর্তমানে যে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে পরবর্তীকালে আর হবে না। মাত্র ১০ টাকার রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতা যুক্ত একাধিক দীর্ঘমেয়াদি পরিষেবা উপভোগ করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ইং জুন মাস নাগাদ টেলিকম সংস্থার এই নিয়মকানুন গুলি সফলভাবে লাগু হতে পারবে বলে আশা করা হচ্ছে। তাই বর্তমানে আপনি যদি মোবাইল ফোনে রিচার্জ প্লান নিয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে আগামীতে আপনার সেই চিন্তা আর থাকছে না। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেলে আপনাদের সামনে পরিবেশন করা হবে।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন