Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বছরের শুরুতেই মোবাইল ফোন গ্রাহকদের জন্য প্ল্যান (Recharge Plan) নিয়ে দারুণ খবর দিলো ট্রাই (Telecom Regulatory Authority of India). নতুন বছরের শুরুতেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া দেশের বিভিন্ন টেলিকম কোম্পানি গুলো Airtel, Jio, Vodafone Idea এবং BSNL সহ বিভিন্ন টেলিকম সংস্থাকে নতুন কিছু নিয়মাবলী মানার জন্য নির্দেশ দিয়েছেন। এই নতুন নিয়ম অনুযায়ী উপকৃত হবেন মোবাইল গ্রাহকরা।
New Update on Mobile Recharge Plan in India
যে সমস্ত ব্যক্তিরা ফোনে ডুয়েল সিম কার্ড ব্যবহার করেন, তাদের জন্য ভয়েস অনলি প্ল্যান বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক নতুন বছরে TRAI-র নতুন নিয়মে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নিয়ম গুলি চালু করা হয়েছে, সেই গুলি যেমন গ্রাহকদের আর্থিক চাপ কমাবে এছাড়া টেলিকম পরিষেবার গুণগত মান উন্নত করবে।
Jio Airtel VI BSNL 2G Customers Benefit
এখনো অনেক বয়স্ক ব্যক্তি এছাড়া গ্রাম অঞ্চলের মানুষরা 2G ফিচার ফোন ব্যবহারকার করেন। এই সমস্ত গ্রাহকদের জন্য ভয়েস এবং এসএমএস পরিষেবায় বিশেষ ভাউচার চালু করা বাধ্যতামূলক করেছে TRAI. সমাজের প্রবীণ, গ্রামীণ এবং নিম্নবিত্ত মানুষরা এই পরিষেবার পেয়ে অনেকটাই উপকৃত হবেন। STV-র মেয়াদ ৯০ দিন থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করা হয়েছে।
রিচার্জ প্ল্যান নিয়ে সুবিধা
ট্রাইয়ের এই নির্দেশ অনুযায়ী স্পেশাল ট্যারিফ ভাউচার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে ১ বছর। আগে বিভিন্ন ক্যাটাগরির রিচার্জের জন্য আলাদা আলাদা কালার কোড ছিল। এর ফলে অনেকটাই অসুবিধা সম্মুখীন হতে হতে গ্রাহকদের, সেই নিয়ম বাতিল করে দেওয়া হয়েছে এখন। এর ফলে অনলাইন রিচার্জ আরো সুবিধাজনক হবে, TRAI-র এই নতুন নিয়ম অনুযায়ী, ১০ টাকার মতো কম মূল্যের রিচার্জ প্ল্যানেও ৩৬৫ দিনের বৈধতা থাকছে, ফলে গ্রাহকরা দীর্ঘমেয়াদি সুবিধা পাবে।
আরও পড়ুন:– এখনই কিনবেন না এই সব স্মার্টফোন, দিন কয়েক পরেই কমতে পারে দাম
TRAI-র নতুন নির্দেশিকা অনুযায়ী, মোবাইল ব্যবহারকারীদের খরচ আগের থেকে অনেকটাই কমবে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচ চালানোর পর মোবাইলে রিচার্জ করার জন্য একটা বাড়তি খরচ অনেকটাই ব্যয় সাপেক্ষ হয়ে পড়ে। এক্ষেত্রে 2G ব্যবহারকারী মোবাইল গ্রাহকরা ১০ টাকার রিচার্জ করেও ৩৬৫ দিন ব্যবহার করতে পারবেন।
এর ফলে মধ্যবিত্ত পরিবারের খরচ কমার পাশাপাশি মোবাইল টেলিকম কোম্পানি গুলোর পরিষেবার মান উন্নত হবে। আর এর মাধ্যমে যেই সকল মানুষদের বেশি নেট বা বেশি টাকা দিয়ে রিচার্জ প্ল্যান কেনার মত ইচ্ছা থাকে না কিন্তু তাও কিনতে হয় সেই সকল মানুষদের খুবই সুবিধা হতে চলেছে।
আরও পড়ুন:– ক্যানসারের চিকিৎসায় বাঙালি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, জানুন বিস্তারিত
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025