মাত্র 2 বছরে 1300% রিটার্ন ! সামান্য টাকা ঢেলেই কোটিপতি হওয়ার সুযোগ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

today's top gainers in the share market

Bangla News Dunia , দীনেশ : মোটা অঙ্কের মুনাফা অল্প সময়ের মধ্যে লাভের আশায় অনেকেই শেয়ারবাজারে বিনিয়োগ করেন ৷ তবে শেয়ারে বিনিয়োগ সব সময়ই ঝুঁকিপূর্ণ ! শেয়ারে বিনিয়োগ করে অনেকেই যেমন রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন, তেমনই কয়েক ঘণ্টার লেনদেনে সর্বস্বান্ত হয়েছেন বহু কারবারী ! তবে শেয়ার থেকে মোটা মুনাফা আয় করতে চাইলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরামর্শ দেন অধিকাংশ বিনিয়োগ বিশেষজ্ঞরা ৷

শেয়ারবাজারে এমন বেশ কিছু স্টক রয়েছে যেগুলি তার বিনিয়োগকারীদের অল্প সময়ের মধ্যেই নাম মাত্র বিনিয়োগে বহুগুন মুনাফা দিয়েছে ৷ এই ধরনের স্টককে মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock) বলা হয় ৷ এই স্টকগুলি শেয়ার প্রতি বহুগুন বেশি রিটার্ন দেয় তার বিনিয়োগকারীদের ৷ এর ফলে বিনিয়োগের অঙ্কে বিপুল লভ্যাংশ জুড়ে দ্রুত আয় ও পুঁজি বৃদ্ধি পায় লগ্নিকারীদের ।

আরো পড়ুন :- মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী !

ভারতীয় বাজারে অবশ্যই স্বল্পমেয়াদী অস্থিরতা রয়েছে ৷ কিন্তু, মধ্যম থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগে মুনাফা বৃদ্ধির অনেক দৃষ্টান্ত এখনও রয়েছে । পাওয়ার এমন একটি খাত যা অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। যখন অর্থনীতি বৃদ্ধি মুখ দেখে, তখন বিদ্যুতের ব্যবহারে একটি বড় বৃদ্ধি দেখা যায়। বিদ্যুত খাতের 3টি প্রধান পর্যায় রয়েছে – বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বন্টন। এই প্রবন্ধে, জিই ভার্নোভা টিএন্ডডি ইন্ডিয়ার (GE Vernova India) শেয়ার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক যেটি তার বিনিয়োগকারীদের মাত্র 2 বছরে প্রায় 1300 শতাংশ রিটার্ন দিয়েছে।

আরো পড়ুন :- বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় ভারতেরও থাকা উচিত : পুতিন

2022 থেকে 2032 অর্থবর্ষের মধ্যে পাওয়ার ট্রান্সমিশন সেক্টরে 9.25 লক্ষ কোটি টাকার বিশাল বিনিয়োগের সুযোগ রয়েছে। যে ভাবে বিদ্যুতের চাহিদা বাড়ছে এবং সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিচ্ছে, তাতে এই খাতে ব্যাপক সুফল পাওয়া যাবে। 2024 থেকে 2027 অর্থবর্ষের মধ্যে ভারতে বিদ্যুতের চাহিদা 7 শতাংশেরও বেশি CAGR-এ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ভারত ছাড়াও ইউরোপ, উত্তর আমেরিকা এবং মেনা (মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা) এর মতো উন্নত অর্থনীতির দেশগুলিতেও বিদ্যুৎ সঞ্চালন খাতে বড় আকারের বিনিয়োগ করা হচ্ছে।

আরো পড়ুন :- এগিয়ে আসছে পৃথিবীর শেষ দিন ? কি বলছে বিজ্ঞানীরা

এই কোম্পানি সর্বশেষ ত্রৈমাসিকে কর প্রদানের পরে 134.54 কোটি টাকার নিট মুনাফা নথিভূক্ত করেছে। ফলে এই কোপ্লানির শেয়ারে বিনিয়োগ এখনও লগ্নিকারীদের জন্য বড় মুনাফার সম্ভাবনা রয়েছে ৷ বৃহস্পতিবার (আজ) ভারতীয় শেয়ারবাজারে বিপর্যয়ের দিনেও জিই ভার্নোভা টিএন্ডডি ইন্ডিয়ার (GE Vernova India) শেয়ারদর 14 টাকা বা 0.80 শতাংশ বৃদ্ধি পেয়ে 1760 টাকায় লেনদেন করেছে ৷

আরো পড়ুন :- ঝড়েও হবে না ক্ষতি, সুন্দরবন বাঁচাতে ৪৫০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ প্রকল্প, হবে বিপুল কর্মসংস্থান

#END

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন