মাত্র 20 টাকায় 6 মাস ফ্রী পরিষেবা, মাথায় হাত Jio ও Airtel টেলিকম কোম্পানির

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নতুন বছরের শুরুতে BSNL সহ অন্যান্য সিম ব্যবহারকারী গ্রাহকদের জন্য খুশির খবর। এবারে টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের জন্য মাত্র ২০ টাকার নতুন প্ল্যান চালু করতে চলেছে। গত বছর জুলাই মাসে হঠাৎ করে মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছিল Jio, Airtel, Vi এর মত কোম্পানি গুলি। যার ফলে দেশের সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হয়েছিল। যেহেতু অন্য কোন বিকল্প ছিল না তাই বাধ্য হয়ে সাধারন মানুষকে‌ বেশি মূল্যের ‌রিচার্জ করতে হয়েছে।

রিচার্জের মূল্য বৃদ্ধির সময় থেকে দাবি ওঠে ন্যায্য দামের রিচার্জ‌ প্লানের। এই নিয়ে একাধিক বার সাধারণ জনগণ নিজেদের মতো করে সরব হয়েছেন। তবে তাদের সেই দাবি মেনে নেয়নি টেলিকম সংস্থাগুলি। ‌ তাই বাধ্য হয়ে অনেকেই একাধিক সিম কার্ড ব্যবহার করা বন্ধ করেছে। অনেকে জিও এয়ারটেল থেকে বিএসএনএল সিম কার্ড ব্যবহার করতে শুরু করেন। তবে বি এস এন এল এর 5G পরিষেবা ভালো না থাকার কারণে বাধ্য হয়ে পুনরায় বেশি দামের প্লান রিচার্জ করতে শুরু করেছে। তবে অবশেষে এই সমস্যা সমাধান হলো। তাই আপনি যদি একজন ‌‌ মোবাইল গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি অত্যন্ত খুশির খবর।

আরও পড়ুন:– চিনকে চাপে ফেলে ইন্দোনেশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর পথে ভারত! জানুন বিস্তারিত

আগামীতে মাত্র ২০ টাকা রিচার্জের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন একাধিক সুবিধা। নিম্নে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আলোচনা করা হলো। তাই মোবাইল গ্রাহকরা ধৈর্য সহকারে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।

Jio-Airtel মত একাধিক টেলিকম সংস্থা যখন তাদের রিচার্জ প্ল্যানের মূল্যবৃদ্ধি করেছিলেন তখন থেকেই জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।‌ দেশের বহু মানুষ এখনো ২জি অথবা ৩জি মোবাইল ব্যবহার করেন যাদের ইন্টারনেটের কোন প্রয়োজন নেই। একাধিক সিম কার্ড যাদের রয়েছে তারা তাদের সিম কার্ড সচল রাখতে বাধ্য হয়ে বেশি মূল্যের রিচার্জ প্লান গ্রহণ করেছেন।

এই নিয়ে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে সম্মতি জানায় টেলিকম রেউগুলেটরি অথরিটি বা TRAI। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) ভারতের টেলিকম সেক্টরের পরিচালনা এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মূল কাজগুলো হল টেলিকম অপারেটরদের জন্য নীতিমালা এবং বিধিনিষেধ প্রণয়ন। নতুন প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে নিয়মের পরিবর্তন ও আপডেট করা। বর্তমানে TRAI এর তরফ থেকে জানানো হয় যে আগের মত মোবাইল নেটওয়ার্ক কোম্পানি‌ গুলিকে ডেটা ছাড়া রিচার্জ চালু করতে হবে। নির্দেশিকার জারি হতেই নতুন নিয়ম অনুযায়ী Airtel, Jio, Vi থেকে BSNL ডেটা ছাড়া রিচার্জ প্ল্যান গুলি লঞ্চ করতে শুরু করেছেন।

নতুন প্লান অনুযায়ী এখন থেকে রিচার্জ না করলেও ৯০ দিন পর্যন্ত নেটওয়ার্ক পরিষেবা চালু থাকবে অর্থাৎ কল ও এসএমএস রিসিভ করতে পারবেন আপনি। বিএসএনএল এর ক্ষেত্রে এই সময় ১৮০ দিন হবে বলেও জানানো হয়েছে। যদি নির্দিষ্ট সময় পরেও কোনো রিচার্জ না করা হয়, তাহলে মেন ব্যালেন্স থেকে ২০ টাকা কাটা হবে যার বদলে আরও ৩০ দিনের বৈধতা প্রদান করা হবে বলে জানা যাচ্ছে। বাকি কোম্পানিগুলি যেখানে কুড়ি টাকার রিচার্জ প্লানে ৯০ দিন সিম কার্ড চালু রাখতে চলেছেন, সেখানে বিএসএনএল মাত্র ২০ টাকা রিচার্জ প্লানে ১২০ দিন সিম কার্ড চালু রাখতে চলেছেন। তাই বিএসএনএল গ্রাহকদের কাছে এটি অত্যন্ত খুশির খবর।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন