Bangla News Dunia, দীনেশ : পুলিশের গুলিতে প্রাণ হারাল এক কুখ্যাত ডাকাত। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ণিয়ার বায়সী থানার অন্তর্গত তারাবাড়ি গ্রামে। এদিন রাতে ডাকাতির উদ্দেশ্যে দলবল নিয়ে মহানন্দা নদীর চরে জমায়েত হয়েছিল জনাকয়েক দুষ্কৃতী। সেখানেই পুলিশের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় দলের এক ডাকাতের। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পূর্ণিয়া সদর হাসপাতালে।
জানা গিয়েছে, মৃত ডাকাতের নাম সুশীল মোচী। সে পূর্ণিয়া জেলার আনগর থানা এলাকার কলদিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে শতাধিক ডাকাতির অভিযোগ রয়েছে বিহার, বাংলা ও ঝাড়খণ্ডের বেশ কয়েকটি থানায়। কিছুদিন আগে পর্যন্ত ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়ে কাটিহার জেলে বন্দি ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হয়েই ফের ডাকাতি, লুটপাট শুরু করেন এই কুখ্যাত দুষ্কৃতী। পাকড়াও করতে পুলিশ তার মাথার দাম নির্ধারণ করেছিল দেড় লক্ষ টাকা।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
পূর্ণিয়ার পুলিশ সুপার কার্তিকেয় শর্মা জানান, গোপন সূত্রে তাঁরা খবর পান সুশীল তাঁর দলবল নিয়ে বড় ধরণের দুষ্কৃতীমূলক কার্যকলাপের উদ্দেশ্যে জমায়েত হয়েছে তারাবাড়ি ঘাটের কাছে মহানন্দা নদীর চরে। এরপরই এই ডাকাতদলকে পাকড়াও করতে সেখানে যৌথ অভিযান চালায় পূর্ণিয়া পুলিশ ও বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেখানে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে ফেলে। বেগতিক দেখে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ডাকাতদল। পালটা গুলি চালায় পুলিশও। সেই গুলিতেই প্রাণ হারায় সুশীল মোচি। ডাকাতদলের অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ নদীর পাশে একটি ভুট্টা খেত থেকে উদ্ধার হয় সুশীলের ক্ষতবিক্ষত দেহ।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
এই ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পূর্ণিয়ার পুলিশ সুপার কার্তিকেয় শর্মা, ডিআইজি প্রমোদ কুমার মণ্ডল। রাতেই এলাকায় যান পূর্ণিয়ার ফরনেসিক টিম। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠনো হয়েছে পূর্ণিয়া সদর হাসপাতালে। সুশীলে মৃত্যুতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পুলিশ।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025