মাথার দাম ছিল ১ কোটি, এনকাউন্টারে খতম মাওবাদী নেতা-সহ ১৪, বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আবারও এনকাউন্টার ছত্তিসগড়ে। পুলিশের গুলিতে নিকেশ ১৪ মাওবাদী। এই তালিকায় ছিলেন মাওবাদী নেতা জয়রাম আলিয়াস ওরফে চলপথি। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। খবর নিশ্চিত করেছেন গারিয়াবান্দের এসপি নিখিল রাখেচা। SLR রাইফেল-সহ একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে মাওবাদীদের ডেরা থেকে।

ওডিশা এবং ছত্তিসগড় সীমানায় সোমবার থেকেই চলছে মাওবাদী দমন অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে মাওবাদীদের ডেরায় হানা দেয় পুলিশ। শুরু হয় গুলির লড়াই। সোমবারই এনকাউন্টারে দুই মহিলা মাওবাদীকে খতম করা হয়েছে।

আন্তঃরাজ্য এই মাওবাদী দমন অভিযানে পুলিশকে সহায়তা করছে CRPF। তল্লাশি অভিযান চলছে ওডিশার নুয়াপাড়া এবং ছত্তিসগড়ের গারিয়াবান্দ জেলার মধ্যে। সীমানা এলাকায় গভীর জঙ্গলের মধ্যে একাধিক মাওবাদী ঘাঁটি তৈরি করে রয়েছে বলে গোপন সূত্র খবর মিলেছে। সেই কারণেই গত ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই অভিযান।

ওডিশা পুলিশের তরফে জানানো হয়েছে, এনকাউন্টারে খতম মাওবাদীর সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন:– ব্রিটেনই ভেঙে দিয়েছিল ভারতের উৎপাদন শিল্পের কোমর, কত টাকা লুট করেছিল তারা?

আরও পড়ুন:– ভারতীয় রেলে 32,438 শূন্যপদে চাকরি। মাসিক বেতন 18,000/- টাকা। মাধ্যমিক পাশে আবেদন করুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন