মাথার দাম ১ কোটি ! কেন এত দামি ছিলেন মাও নেতা চালাপাতি ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : তাঁর মাথার দাম ধার্য ছিল ১ কোটি টাকা! জয়রাম রেড্ডি(Jayaram Reddy) ওরফে রামচন্দ্র রেড্ডি বা আপ্পারাও অথবা রামু। তবে সবচেয়ে বেশি যে নামে পরিচিত ছিলেন এই হাই-র‍্যাঙ্কের মাওবাদী নেতা তা হল চালাপাতি(Chalapati)। মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা উচু র‍্যাঙ্কের এই নেতা গত রাতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যুবরণ করেছেন তাঁর ১৯ জন সহযোগীর সঙ্গে। সাম্প্রতিককালে বাম চরমপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর অভিযানগুলির মধ্যে অন্যতম সফল হিসাবে গন্য করা হচ্ছে এটি। কিন্তু আদতে কে এই চালাপাতি? কেনই বা তাঁর মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি টাকা?

বছর ৬০-এর চালাপাতি জন্মেছিলেন অন্ধ্রপ্রদেশের মাদানাপাল্লেতে। স্কুলের পড়াশোনায় ক্লাস ১০ এর বেশি মন টেকেনি। স্কুলের শিক্ষায় তথাকথিত উচ্চশিক্ষিত না হলেও মাওবাদীদের একজন অন্যতম গুরুত্বপুর্ন নেতা হয়ে উঠেছিলেন তিনি। ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য। সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি যারা নিতেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন এই চালাপাতি।

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

এই ধরনের একটি গুরুত্বপূর্ণ পদে থাকা নিষিদ্ধ সংগঠনটির নেতার মাথার দাম ধার্য করা হয়েছিল ১ কোটি। এই পুরস্কারমূল্য দেখে এটা বুঝে নেওয়া খুব একটা কঠিন নয় যে, নিরাপত্তাবাহিনীর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন চালাপাতি।

বস্তারের ঘন এবং দুর্ভেদ্য জঙ্গলকে হাতের তালুর মতো চিনতেন তিনি। তাঁর সঙ্গে সবসময় থাকত ৮ থেকে ১০ জন নিরাপত্তারক্ষীর দল। একে-৪৭(AK-47) এবং এসএলআর রাইফেল নিয়েই মূলত অপারেশন করতেন তাঁরা। গুরুত্বপূর্ণ অপারেশনগুলির রুপরেখা তৈরি করা এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় পারদর্শী ছিলেন এই হাই-র‍্যাঙ্কের মাও নেতা।

তার কৌশলগত দক্ষতা, নেতৃত্বের দক্ষতা এবং চ্যালেঞ্জিং ভূখণ্ডে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার ক্ষমতা তাঁকে অচিরেই করে তুলেছিল এই অঞ্চলের মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা। উল্লেখ্য, আবুঝমাদ এলাকায় এনকাউন্টারের সংখ্যা বেড়ে যাওয়ায় মাস কয়েক আগেই চালাপাতি তাঁর ঘাঁটি স্থানান্তরিত করেছিলেন এই গড়িয়াবান্দ-ওডিশা সীমান্ত এলাকায়।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

আর এই এলাকায় তাঁর থাকার খবর গোপনসূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে পৌঁছাতেই যৌথ অভিযানে নামে তাঁরা। নিরাপত্তাবাহিনীর এই যৌথ অভিযানে এদিন অংশ নিয়েছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড(DRG), সিআরপিএফ(CRPF), ছত্তিসগড়ের কোবরা কমান্ডো এবং ওডিশার স্পেশাল অপারেশন গ্রুপ(SOG)। এই অভিযানের দরুন গতকাল রাতে বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান এই কোটি টাকার মাওবাদী নেতা সহ তাঁর ১৯ জন সহযোগী।

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

এই খবর পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা সমাজমাধ্যমে লেখেন, “নকশালবাদের উপর আরও একটি বড় আঘাত। নকশালমুক্ত ভারত গঠনের পথে নিরাপত্তাবাহিনীর বিশাল বড় সাফল্য এটি।”

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন