Bangla News Dunia, Pallab : নতুন বছর পড়তেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কারণ সামনেই ছাত্র ছাত্রীদের শিক্ষা জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। আর সেটি হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha)। পর্ষদের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। এবং চলবে আগামী ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা ৪৫ মিনিটে এই পরীক্ষা শুরু হবে। এবং দুপুর ২টো নাগাদ এই পরীক্ষা শেষ হবে। লেখার জন্য তিন ঘণ্টা থাকবে বলে পর্ষদের তরফে আগেই জানানো হয়েছে।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নানা অভিযোগ উঠে আসে। প্রশ্নপত্র ফাঁস সহ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ। এবার যাতে ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো রকম অভিযোগ না আসে তার জন্য করা পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। কোনো ছাত্র ছাত্রী যাতে পরীক্ষায় নকল করতে না পারে সেটার উপর বিশেষভাবে নজর দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে।
জানা গিয়েছে প্রত্যেকটি নির্দেশ গাইডলাইনের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা হয়েছে। যাতে ভবিষ্যতে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনোরকম অসুবিধার পড়তে না হয়। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক গাইডলাইনে ঠিক কী কী বলা হয়েছে।
পরীক্ষকদের জন্য পর্ষদের কড়া গাইডলাইন
- এই গাইডলাইনে প্রথমেই উল্লেখ করা হয়েছে শিক্ষক শিক্ষিকারা যেন নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষাকেন্দ্রে রিপোর্টিং করে।
- পর্ষদের দেওয়া নির্দেশকে প্রত্যেককে যথাযথ মান্যতা দিতে হবে।
- পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের উপর কড়া নজর রাখতে হবে পরীক্ষকদের। যদি কেন্দ্রে কোনও আপত্তিকর বিষয় নজরে পড়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেখানে যে শিক্ষক বা শিক্ষিকা দায়িত্বে রয়েছেন তাঁদেরকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
- অনেকসময় পরীক্ষাকেন্দ্রের বাইরেও অর্থাৎ শৌচালয়ে নানা অবৈধ কাজ করা হয়ে থাকে, তাই শুধু পরীক্ষা কেন্দ্রই নয়, শৌচালয়-সহ সমগ্র পরীক্ষাকেন্দ্রে বিশেষ নজরদারি রাখতে হবে।
- পরীক্ষার পর উত্তরপত্র সুরক্ষিত ভাবে বেঁধে রাখতে হবে।
- যে স্কুলগুলিতে পরীক্ষার সেন্টার পড়ছে না দরকার হলে সেখানকার শিক্ষক শিক্ষিকাদেরও দায়িত্ব নিতে হবে পরীক্ষার।
- পরীক্ষা সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে সমস্ত বৈঠক হয়, তাতে যোগ দিতে হবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের।
এছাড়াও আরো একাধিক নির্দেশ বিস্তারিতভাবে জানানো হয়েছে গাইডলাইনের মাধ্যমে।
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি |
একনজরে দেখে নেওয়া যাক , মাধ্যমিক পরীক্ষার সময়সূচি
- ১০ ফেব্রুয়ারি, সোমবার- প্রথম ভাষা।
- ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার- দ্বিতীয় ভাষা।
- ১৫ ফেব্রুয়ারি, শনিবার- অঙ্ক।
- ১৭ ফেব্রুয়ারি, সোমবার- ইতিহাস।
- ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার- ভূগোল।
- ১৯ ফেব্রুয়ারি, বুধবার- জীবনবিজ্ঞান।
- ২০ ফেব্রুয়ারি , বৃহস্পতিবার- ভৌতবিজ্ঞান।
- ২২ ফেব্রুয়ারি , শনিবার- ঐচ্ছিক বিষয়।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025