Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে ভারতীয় রেল (Railway Recruitment). আবেদন জানাতে পারেন আপনিও। আপনি কি একজন চাকরিপ্রার্থী? চাকরির জন্য পড়াশোনা করছিলেন? ব্যাংক, সরকারি দপ্তর, কিংবা রেলে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করে নেব ভারতীয় রেলের নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য। সাধারণত প্রতিবছর ভারতীয় রেল বিভাগের তরফে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হয় (Rail Recruitment) চাকরিপ্রার্থীদের কর্মসংস্থান হয়। আর কর্মী নিয়োগ হয় বিভিন্ন দপ্তরে।
সম্প্রতি ২০২৪ সালে আবার একটি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় রেল। এবার গ্রুপ ডি পদে শূন্যপদ পূরণ হবে। আপনারা যদি আবেদন জানাতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নেবেন। আজকের প্রতিবেদনে চাকরিপ্রার্থীদের সুবিধার্থে রেলে চাকরির আবেদন যোগ্যতা, প্রার্থীদের বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে।
আরো পড়ুন:- আয়ের প্রায় 65% দান করতেন তিনি, রতন টাটার জীবনের আরও অজানা তথ্য মুগ্ধ করবে আপনাকে
Indian Railway Recruitment 2024
ভারতের প্রচুর যুবক-যুবতী রেলের চাকরির জন্য পড়াশোনা করেন। ইন্ডিয়ান রেলওয়ের তরফে যে নতুন নিয়োগ প্রক্রিয়া (Railway Recruitment) শুরু হয়েছে সেখানে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হবে। যা জানা যাচ্ছে, লাখ লাখ পদে চাকরি দিচ্ছে ভারতীয় রেল। এখন আপনিও যদি আবেদন জমা করতে চান, তাহলে আপনাকে খুঁটিনাটি বিবরণ জেনে নিতে হবে।
১) ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি ভারতীয় রেলওয়ের তরফে সুখবর দেওয়া হয়েছে প্রত্যেক চাকরিপ্রার্থীর উদ্দেশ্যে। নতুন করে প্রকাশিত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মী নিয়োগ শুরু করছে ইন্ডিয়ান রেলওয়ে। সারা ভারত জুড়ে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কারী/মেইন্টেনার গ্রেড-IV, হেল্পার/সহকারী, এবং সহকারী পয়েন্টসম্যান, লেভেল -1 পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। সর্বমোট এক লাখ শূন্যপদে প্রার্থী নিয়োগের বার্তা দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে।
২) শিক্ষাগত যোগ্যতা
রেলের নতুন চাকরিতে আবেদন জানাতে হলে আপনাকে অবশ্যই কিছু যোগ্যতা মেনে চলতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের বিবরণ নতুন করে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এই বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আবেদনকারী প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় পাশের যোগ্যতা থাকতে হবে এছাড়াও আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারী প্রার্থী যদি ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হন, যারা ভারতে বসতি স্থাপনের জন্য বেশ কিছু দেশ যেমন, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইত্যাদি থেকে অভিবাসী হয়েছেন, তাঁরাও রেলের নতুন নিয়োগে আবেদন করতে পারবেন। পাশাপাশি, এই নিয়োগে আবেদন করতে পারবেন নেপাল, ভুটানে বসবাস করা ব্যক্তিরাও।
৩) বয়সসীমা
প্রত্যেকটি নিয়োগে একটি নির্দিষ্ট বয়সসীমার কথা উল্লেখ করা থাকে। রেলের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সসীমার উল্লেখ রয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।
৪) মাসিক বেতন
রেলের প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়ায় সিলেক্টেড ও নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হয় যথেষ্ট ভালো। এই নিয়োগের ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হবে না। তবে রেলের গ্রুপ ডি পদের চাকরির মাসিক বেতন সম্পর্কে ডিটেলস আপনি পাবেন অফিসিয়াল তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।
৫) আবেদন জানাবেন কিভাবে
ভারতীয় রেলের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আপনি কিভাবে আবেদন জমা করবেন তা এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হল।
১) নিয়োগে আবেদন জানানোর জন্য প্রথমে ভিজিট করুন রেলওয়ে রিক্রুটমেন্টৈ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ২) এরপর আপনি নির্দিষ্ট পদ্ধতি মেনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন। ৩) তারপর লগইন করুন। ৪) এবার আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে নিন। ৫) এবার আপনাকে প্রয়োজনীয় নথি গুলি জমা করতে হবে। ৬) আপনাকে ফি জমা করতে হবে। ৭) তারপর আপনার আবেদন সাবমিট করে দিন।
ওয়েবসাইট-এর ঠিকানা- https://www.rrbapply.gov.in
৬) আবেদনের সময়সীমা
আপনি যদি রেলওয়ে গ্রুপ ডি পদের জন্য নিজের আবেদন জমা করতে চান তাহলে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আপনার আবেদন সাবমিট করে দেবেন। তবে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
NICL Assistant Recruitment 2024: মোট শূন্য পদ সংখ্যা ৫০০ টি, দেখুন আবেদন পদ্ধতি👇🏻https://t.co/aZIjIbqsqp
— Daily Khabor Bangla (@daily_khabor) October 25, 2024
PGCIL Trainee পদে নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ৮০২ টি, দেখে নিন আবেদন পদ্ধতি👇🏻https://t.co/coAQpi67dG
— Daily Khabor Bangla (@daily_khabor) October 25, 2024
GRSE Apprentice পদে নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি👇🏻https://t.co/CA4r0MrD2l
— Daily Khabor Bangla (@daily_khabor) October 25, 2024
এই ছোট শেয়ারটি 9300% বেড়েছে, 2 টাকা থেকে 190 টাকায় পৌঁছেছে ! আরেকটি কোম্পানি সৌদি ও দুবাইতে মেগা প্রকল্প পেয়েছেhttps://t.co/SWjPy9u98I
— The Global Press Bangla (@kaushik94544429) October 1, 2024
আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি