Bangla News Dunia, Pallab : সরকারি চাকরি (Government Job) করার ইচ্ছা সকলেরই থাকে, কিন্তু সবসময় নিয়োগ বিজ্ঞপ্তি যেমন আসে না, তেমনি সব ক্ষেত্রে আবেদনও করা যায় না। তবে এবার রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থীদের সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। ২০২৫ সালে গ্রাম পঞ্চায়েতে বিপুল নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। কীভাবে আবেদন করতে হবে? কী যোগ্যতার প্রয়োজন? সবটাই রইল আজকের প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নিয়োগ ২০২৫
পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। হ্যাঁ, ঠিকই দেখছেন এখনও বিজ্ঞপ্তি আসেনি ঠিকই, তবে শীঘ্রই সেটা প্রকাশ্যে আসবে। মূলত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বিভাগ থেকে শুরু করে জেলা পরিষদ এই তিন বিভাগে নিয়োগ করা হবে।
শূন্যপদের বিবরণ
অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় নির্দিষ্ট করে শূন্যপদের সংখ্যা জানা যায়নি। তবে কোন বিভাগে কি কি পদে নিয়োগ হতে পারে সেটার ধারণা পাওয়া গিয়েছে। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে নির্বাহী সহকারী, গ্রাম পঞ্চায়েত কর্মী, সহায়ক, নির্মাণ সহায়ক ও সচিব ইত্যাদি পদে লোক নেওয়া হবে।
অন্যদিকে পঞ্চায়েত সময়টিতে অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক-কাম-টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর ও পিয়ন পদে লোক নেওয়া হবে। আর জেলা পরিষদে অতিরিক্ত হিসাবরক্ষক, সহকারী ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর, জেলা তথ্য বিশ্লেষক, স্টেনোগ্রাফার, গ্রুপ-ডি কর্মী, সিস্টেম ম্যানেজার, নিম্ন বিভাগের সহকারী ও কর্ম সহকারী পদের জন্য লোক নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেমনটা জানা যাচ্ছে এই শূন্যপদগুলির জন্য নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাস থেকে শুরু হবে। তবে কিছু ক্ষেত্রে উচ্চমাধ্যমিক, স্নাতক পাশেরও প্রয়োজন হতে পারে। একইসাথে কম্পিউটারের দক্ষতা ও টাইপিংয়ের দক্ষতাও থাকতে হবে। বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য টাইপিং টেস্ট অবশ্যক।
বয়সসীমা
বিজ্ঞপ্তি জারি করা হলে পদের ভিত্তিতে বয়সসীমা ভিন্ন হতে পারে। তবে আবেদনের জন্য নূন্যতম বয়স ১৪ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে বলে মনে করা হচ্ছে। অবশ্য এসসি, এটি ও ওবিসি প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
নিয়োগের পদ্ধতি
গ্রাম পঞ্চায়েতের নিয়োগ পক্রিয়া শুরু হলে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশন করা হবে। প্রথমে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। সেটাতে পাশ করলে কম্পিউটার ভিত্তিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রেও পাস করলে তবেই ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউ থেকেই যোগ্য প্রাথী বাছাই করা হবে।
কীভাবে অনলাইনে করবেন আবেদন?
পঞ্চায়েতের নিয়েগের জন্য সম্পূর্ণ আবেদন পক্রিয়া অনলাইনের মাধ্যমে হবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর যে পদের জন্য আবেদন করতে চান সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করে, ডকুমেন্টস আপলোড করে সাবমিট করে দিতে হবে। তাহলেই আবেদন সম্পন্ন হবে।
ইতিমধ্যেই রেজিস্ট্রেশন পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাই চাইলে এখনই নিজের সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে রাখা যেতেই পারে। নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নেওয়া যেতে পারে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলির প্রয়োজন হবে সেগুলি হল নিম্নরুপঃ
- আধার কার্ড
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- জাতিগত শংসাপত্র
- কালার পাসপোর্ট সাইজ ছবি
আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের