মানবসভ্যতার কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ, বদলে যেতে থাকা পৃথিবীর সবকথা জানাবে ভারত ও আমেরিকার নিসার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Space-debris

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কোথাও ভূমিকম্প তো কোথাও ধস, আবার কোথাও অগ্নুৎপাত, এসব তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলতেই থাকে। সে জমি হতে পারে বা বরফে ঢাকা স্থান। পৃথিবীর উপরিভাগ যে ক্রমে বদলে যাচ্ছে তা মেনে নিচ্ছেন সকলেই।

এই বদলের ধরনধারণ সম্বন্ধে এখনও খুঁটিনাটি ধারনা তৈরি হতে পারেনি। এই ধারনা থাকা কিন্তু মানবসভ্যতাকে রক্ষার জন্য বিশেষ প্রয়োজন। এবার বদলে যেতে থাকা পৃথিবীর প্রতিটি কোণায়, প্রতিটি ইঞ্চির খুঁটিনাটি খবর দেবে নিসার। নিসার অর্থাৎ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার।

 

আরো পড়ুন:- কীভাবে সারাবেন মূত্রনালীর সংক্রমণ? জানুন ইউটিআই এড়ানোর ৫ সহজ উপায়

এই মিশন চালু হলে ভারতের ইসরো ও আমেরিকার নাসা হাতে হাত মিলিয়ে মানবসভ্যতা রক্ষার্থে পৃথিবীর প্রতিটি কোণা চষে ফেলবে মহাকাশ থেকে। আর তা করবে প্রতি ১২ দিনে ২ বার করে।

ফলে প্রায় সর্বক্ষণের খবরই বিজ্ঞানীরা পেতে থাকবেন। আর তা পেলে আগে থেকেই অনেক প্রয়োজনীয় পদক্ষেপ করা সম্ভব হবে। পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যা দুর্গম, মানুষের ধরাছোঁয়ার বাইরে।

সেখানে কি ধরনের পরিবর্তন হচ্ছে, প্রকৃতির দুর্যোগ কি হচ্ছে, সেখানে তার কি প্রভাব পড়ছে, এসবই জানান দেবে এই নিসার। ২০২৫ সালে ভারত থেকেই মহাকাশে উড়ে যাওয়ার কথা এই নিসার মিশনের।

তারপরই ভারত ও আমেরিকা যৌথভাবে পৃথিবীর উপরিভাগের পরিবর্তন পর্যবেক্ষণের কাজ শুরু করে দেবে। যা আগামী দিনে মানবসভ্যতার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ প্রমাণিত হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

 

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

আরো পড়ুন :- ৩০ বছরের কমবয়সীরা মদ কিনতে গেলে বয়স যাচাই হোক, মামলা সুপ্রিম কোর্টে 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন