মানিকতলা কল্যাণের সমর্থনে সুকান্ত, তাপস ! বিরাট রোড শো ভাবাচ্ছে তৃণমূলকে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , দীনেশ : আর মাত্র ১০ দিন তারপরেই উপনির্বাচনের প্রচার সম্পন্ন হতে চলেছে। আর শেষ মুহূর্তের প্রচার চলছে প্রতিটি বিধানসভা কেন্দ্রেই, যেখানে যেখানে উপনির্বাচন হতে চলেছে। কলকাতা শহরের মধ্যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী ১০ জুলাই। ওই কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডের অকাল মৃত্যুর কারণে মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। আর এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কল্যান চৌবেকে। যিনি আবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। আর তার বিপরীতে রয়েছে তৃণমূলের সুপ্তি পান্ডে । যিনি প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী।

আজ সন্ধ্যের সময় মানিকতলা বিধানসভা কেন্দ্রে পায়ে হেঁটে একটি বিরাট রোড শো করে বিজেপি। এই রোড শোতে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও গত লোকসভা ভোটে উত্তর কলকাতা লোকসভার বিজেপির প্রার্থী তাপস রায় অংশগ্রহণ করেন। এই রোড শোতে মানুষের যোগদান ছিল চোখে পড়ার মতন। সুকান্ত মজুমদার বলেন, আমরা রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রেই জয়ের জন্য আশাবাদী, আমরা এই চারটি বিধানসভা কেন্দ্রেই জিতবো। আর তার মধ্যে মানিকতলা অন্যতম। তিনি বলেন, লোকসভা ভোটের নিরিখে মালিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল মাত্র বিজেপি থেকে তিন হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে ছিল।

kalyan chaubey

কিন্তু ছাপ্পা দেওয়ার কারণে এই কেন্দ্র থেকে তৃণমূল বিজেপির থেকে মাত্র তিন হাজারের কিছু বেশি ভোট পেয়েছে। আর কয়েক দশক ধরে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সাধন পাণ্ডে বিধায়ক হয়ে এসেছে কিন্তু কয়েক দশকে তিনি এই বিধানসভা কেন্দ্রের উন্নয়ন করতে পারেন নি। ফলে এই বিধানসভা কেন্দ্রের মানুষ পরিবর্তন চাইছে কিন্তু তৃণমূলের গুন্ডাবাহিনী দুর্নীতির মাধ্যমে ও ছাপ্পার মাধ্যমে এতদিন জয়ী হয়েছে, কিন্তু এবার আমরা তৃণমূলকে জয়ী হতে দেব না। কারণ একদিকে যেমন আমাদের কর্মীরা তৃণমূলের ছাপ্পা আটকাবে, তেমনই সাধারণ মানুষও নিজের ভোটাধিকার প্রয়োগ করবে।

সুকান্ত মজুমদার আরো বলেন, এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় গেলে বোঝা যায় আজও মানুষ সাধারণ বুনিয়াদি সুবিধার থেকে বঞ্চিত। যেখানে বিগত ২০১১ সালের পর থেকে রাজ্যে তৃণমূল ক্ষমতায় রয়েছে, আর কয়েক দশক ধরে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিধায়ক জয়ী হয়ে আসছে, তারপরেও এই বিধানসভার হাল এত খারাপ কেন ? এই প্রশ্ন সাধারণ মানুষ তৃণমূল নেতাদের কাছে করুক। আর তার জবাব তৃণমূল নেতাদের কাছ থেকে চাক।

Bangla news dunia Desk

মন্তব্য করুন