মানুষের কাছে কেন্দ্রীয় প্রকল্প পৌঁছে দেওয়া আমাদের কাজ : ডঃ অনির্বাণ গাঙ্গুলী

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia , অমিত :  যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলী গতকাল সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায় ভারতীয় জনতা পার্টির এসটি মোর্চার একটি কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন। সেই কর্মী সম্মেলনে তিনি ভাষণ দিতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সকল জনসাধারণের জন্য সমান কাজ করেছেন। তিনি কোন জাতি, ধর্ম, বর্ণ দেখেননি, তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করেছেন। ডঃ অনির্বাণ গাঙ্গুলী বলেন, আমাদের এসটি সম্প্রদায়ের বহু মানুষ রয়েছে যাদের এখনো সরকারি সুযোগ-সুবিধা দরকার। আর তাদের কাছে কেন্দ্র সরকারের সমস্ত প্রকার সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া আমাদের কাজ। আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রে জিতলে এই লোকসভা কেন্দ্রের মধ্যে যত এসটি সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদের জন্য কেন্দ্রীয় সরকার যেই সুযোগ-সুবিধা প্রদান করবে, তা যাতে এই কেন্দ্রের প্রতিটি এসটি সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছায় তা সুনিশ্চিত করব।

anirban

তিনি আরো বলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষকে যেমন তৃণমূল নিজেদের ভোটব্যাঙ্ক বানিয়েছে, ঠিক তেমনি তৃণমূল ও সিপিএম এসটি সম্প্রদায়ের সাধারণ মানুষদের ভোটব্যাঙ্ক বানিয়েছে। কিন্তু এসটি সম্প্রদায়ের মানুষরা জাগ্রত, তারা জানে যে তাদের ভোটের সঠিক ব্যবহার তারা কিভাবে করবে। তাই আশা রাখছি যাদবপুর লোকসভা কেন্দ্রের এসটি সম্প্রদায়ের মানুষরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ভোট দেবেন। এর পরেই তিনি টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি জনসংযোগ যাত্রা করেন। যেই যাত্রায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। সাধারণ মানুষ তাদের প্রার্থীকে দেখতে ঘর থেকে বেরিয়ে আসেন। এমনকি রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মানুষ তাদের প্রার্থীকে আশীর্বাদও করেন।

Bangla news dunia Desk

মন্তব্য করুন