Bangla News Dunia, সমরেশ দাস : – কোরনা ভাইরাস যখন সারাদেশ এ তার তান্ডপ চালাচ্ছে ও সমস্ত মানব জাতিকে তার কোপ থেকে বাঁচার জন্য বাড়িতে আগামী ২১ দিনের জন্য ঘর বন্দি হতে হয়েছে , কোথাও কোথাও আবার অনির্দিষ্ট কালের জন্য । তখন প্রকৃতি কিন্তু প্রাণ ভোরে নিঃশাস নিচ্ছে ও তৈরী হচ্ছে আগামী দিনগুলোর জন্য । ইতিমধ্যে অনেক জায়গাতে পরিবেশ অনেক দূষণ মুক্ত হয়েছে , যেমন দিল্লি তে বাতাস এর দূষণ আগের থেকে অনেক মুক্ত , রাস্তাঘাট পরিষ্কার । ঠিক এইরকম এক অবিরল দৃশ্য দেখা গিয়েছে ওড়িশার রুশিকুল্লা সমুদ্র তটে । পুরো সমুদ্র পার দখল করেছে অলিভ রিডলস কচ্ছপ ।
[ আরো পড়ুন :- এবার করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ]
সেখানকার বন দপ্তরের মতে প্রতিবার মার্চ ও এপ্রিল মাসে এইখানে অলিভ রিডলস কচ্ছপ আসে গহিরমাথা ও রুশিকুল্লা সমুদ্র তটে ডিম পারতে । কিন্তু এই বাড়ে যে পরিমান কচ্ছপের দল ভিড় করেছে তা সাধারণত কোনোবার দেখা যায়না । যেহেতু সমুদ্রর পার পুরো পর্যটক বিহীন তাই হয়তো এতো বিপুল পরিমানে কচ্ছপের দল ভিড় করেছে ডিম পাড়ার জন্য বলে তারা মনে করছেন ।
[ আরো পড়ুন :- পাকিস্তান ৩.৭ বিলিয়ন ডলার এর লোন চাইলো করোনা মোকাবিলার জন্য ]
বন দপ্তরের খবর অনুযায়ী এই সংখ্যাটা প্রায় ৭ লক্ষ এর বেশি কচ্ছপ এসেছে ডিম পারবার জন্য,তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এবারে তারা প্রায় ৬০ মিলিয়ন ডিমের পারবে । আর এটা পুরোটাই সম্ভব যেহেতু মানুষ বাড়িতে আর পুরো সমুদ্রতট ফাঁকা ।