Bangla News Dunia , Pallab : ফের মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল বেরতেই ফুলেফেঁপে উঠল ভারতীয় শেয়ার বাজার। চড়চড়িয়ে বাড়ছে সেনসেক্স-নিফটির সূচক। শেয়ার বাজারে হাওয়া বদলের পিছনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেরই কলকাঠি রয়েছে বলে মত বাজার বিশেষজ্ঞদের।
আরও পড়ুন : আমেরিকার সুইং স্টেটে ট্রাম্প ঝড় ! দেখুন দুই পক্ষের ফলাফল
বিশ্বের বৃহত্তম অর্থনীতি আমেরিকা। সেই দেশেরই প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গড়লেন রেকর্ডও। আর ফল প্রকাশ হতেই ইতিবাচক প্রভাব দেখা গেল শেয়ার বাজারে। নিফটির সূচক ২৪,৫০০ পয়েন্টে পৌঁছেছে। সেনসেক্সের সূচকও একলাফে ১০০০ পয়েন্ট বেড়ে ৮০,৫০০ অঙ্কে পৌঁছেছে।
তথ্য প্রযুক্তি থেকে শুরু করে অটো, ধাতু, পিএসইউ ব্যাঙ্কের শেয়ার সূচক গুলি চড়চড়িয়ে বাড়তে থাকে। নিফটি মিডক্যাপ ও নিফটি স্মলক্যাপ ১০০-র দারুণ পারফর্ম করছে। #Short News
আরো পড়ুন : কলকাতার গঙ্গায় স্নানও কি দিল্লির যমুনার মতোই বিপজ্জনক?