মার্কিন মুলুকে শুরু ভোট গণনা, শুরুতেই হ্যারিসকে পিছনে ফেললেন ট্রাম্প

By Bangla news dunia Desk

Published on:

trump and kamla

Bangla News Dunia, দীনেশ :- আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের গণনা শুরু ৷ ইন্ডিয়ানা, কেন্টাকি ও ওয়েস্ট ভার্জিনিয়ায় জেতার পথে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৷ অন্যদিকে, ভেরমাউন্টে জিতছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ৷ তবে সুইং স্টেটের এখনও বেশ কয়েকটির ফলাফল আসতে বাকি ৷ আপাতত সেই দিকেই নজর সকলের ৷ কারণ, এই প্রদেশের ফলই ঠিক করে দেবে 47তম মার্কিন প্রেসিডেন্ট কে হবেন ?

আরো পড়ুন :- সংসদে শীতকালীন অধিবেশনে বড় চমক দিতে চলেছে মোদী সরকার !

হোয়াইট হাউজের ক্ষমতা দখলে 538টি ইলেক্টোরাল ভোটের মধ্যে 270টিতে জিতে হবে ট্রাম্প বা হ্যারিসকে ৷ আর এখানেই সকলের চোখ আমেরিকার আটটি সুইং স্টেটের দিকে। আমেরিকায় 50টি প্রদেশ রয়েছে ৷ মার্কিন নির্বাচনী ইতিহাস অনুযায়ী, প্রায় প্রতিটি প্রদেশ একই প্রার্থীকে বেছে নেয় ৷ তবে আটটি সুইং স্টেটের ক্ষেত্রে এই ট্রেন্ড কাজ করে না ।

আরো পড়ুন :- বাংলায় বিধানসভা উপনির্বাচনে কটি আসন পাবে পদ্ম শিবির ? জল্পনা বাড়ালেন সুকান্ত

বিশেষজ্ঞরা মনে করছেন ভোটের খেলা ঘুরিয়ে দিতে পারে-নেভাদা, অ্যারিজোনা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, মিশিগান এবং উইসকনসিন ৷ শেষ পর্যায়ের প্রচারে তাই এই সমস্ত প্রদেশের ভোটারদের মন জয়ে একচুলও জায়গা ছাড়েননি হ্যারিস বা ট্রাম্প কেউই ৷

আরো পড়ুন :- ফের বিয়ে করলেন সানি লিওনি, সাক্ষী তিন সন্তান

মার্কিন মুলুকে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রচারের শুরু থেকে কোনও খামতি রাখেননি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ৷ গর্ভপাত বিল, অধিকার রক্ষার মতো বিষয়গুলিকে হাতিয়ার করে প্রচারে ঝড় তোলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা ৷ অন্যদিকে, মার্কিনিদের নিরাপত্তা, সীমান্তে সুরক্ষার মতো বিষয়গুলিকে হাতিয়ার করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ৷ গত কয়েক সপ্তাহে দেশবাসীর মন জয় করতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বী ৷ কে মন জয় করতে পেরেছেন ? তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ৷

 

মঙ্গলবার সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ লেখেন, “আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ৷ আমেরিকাকে আরও একবার মহান করে তোলার জন্য ভোটারদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ সুতরাং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে সকলকে ৷ তাই সকলের কাছে আমার অনুরোধ সময় লাগুক ৷ কিন্তু ভোট দিন ৷”

আরো পড়ুন :- ইস্তফা না দিলে খুন করার হুমকি বুলডোজার বাবাকে !

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

 

 

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন