Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (Securities and Exchange Board of India)। মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টের ক্ষেত্রে নমিনেশনের নিয়মে বদল আনা হয়েছে। চলতি বছরের ১ মার্চ থেকে চালু হতে চলেছে নতুন নিয়ম।
নমিনেশন নিয়ে কী নিয়ম?
এখন নতুন নিয়মে মিউচুয়াল ফান্ড বা ডিম্যাট অ্যাকাউন্টে সর্বাধিক ১০ জনকে নমিনি হিসেবে রাখতে পারবেন বিনিয়োগকারী। তবে বিনিয়োগকারীর তরফে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কেউ সম্পদের উপর দাবি জানালে তা গ্রাহ্য করা হবে না। বিনিয়োগকারীর মৃত্যু হলে, এই নমিনিরা জয়েন্ট হোল্ডার হিসেবে ওই পোর্টফোলিও চালাতে পারবেন অথবা নিজের নিজের ভাগ নিয়ে আলাদা আলাদা অ্যাকাউন্ট বা ফোলিও করে নিতে পারবেন।
কেন এই সিদ্ধান্ত?
এমন বহু বিনিয়োগ রয়েছে, যেগুলি দীর্ঘদিন ধরে দাবিদারহীন অবস্থায় পড়ে রয়েছে। কখনও হয়তো বিনিয়োগকারী মারা গিয়েছেন, তাঁর সমস্ত বিনিয়োগ পড়ে রয়েছে, এমনটাও দেখা গিয়েছে। দাবিদারহীন সম্পত্তির পরিমাণ কমাতেই নমিনির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
SEBI জানিয়েছে, কোনও বিনিয়োগকারী তাঁর পোর্টফোলিওতে যখন নমিনিদের যুক্ত করবেন, তখন তাঁর অবর্তমানে কাকে কত অংশ দেওয়া হবে তা তিনিই ঠিক করে দেবেন। যদি সেই রকম কোনও নির্দেশ না দেওয়া থাকে, তাহলে সব নমিনির মধ্যে সমান ভাবে ভাগ করা হবে সেই সম্পদ। বিনিয়োগকারীর অবর্তমানে যদি তাঁর সম্পদ ভাগ করার প্রয়োজন পড়ে, তখন দেখতে হবে সব নমিনি বেঁচে রয়েছেন কি না। থাকলে বিনিয়োগকারীর বলে যাওয়া অনুপাতেই সম্পদ ভাগ হবে। যদি কোনও নমিনির মৃত্যু হয়ে থাকে, তা হলে সেই নমিনির ভাগ বাকিদের মধ্যে প্রো-রাটা পদ্ধতিতে ভাগ হবে।
এখন বিনিয়োগকারী অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই নমিনির নাম নথিভুক্ত করতে পারেন। অফলাইন পদ্ধতিতে নির্ধারিত ফর্মে নিয়ম মেনে বাকি তথ্যের সঙ্গে বিনিয়োগকারীর সই বা বুড়ো আঙুলের ছাপ থাকা বাধ্যতামূলক। ফর্মে ২ জন সাক্ষীর উল্লেখ রাখতে হবে। অনলাইন পদ্ধতিতে বিনিয়োগকারীকে আধার-নির্ভর ই সাইন, ডিজিটাল সই বা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে নমিনির নাম নথিভুক্ত করতে হয়।
বিনিয়োগকারীর মৃত্যুর পরে কী ভাবে সম্পদ পাবেন নমিনি?
বিনিয়োগকারীর মৃত্যুর শংসাপত্র সেলফ অ্যাটেস্ট করে জমা দিতে হবে নমিনিদের।
নমিনিদের KYC সংক্রান্ত সব কাজ সম্পূর্ণ থাকতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
আরও পড়ুন:– আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন? এক ক্লিকে দেখে নিন
আরও পড়ুন:– অজানা উপসর্গে পরপর ১৭ মৃত্যু, নমুনায় বিষের হদিশ, কী হচ্ছে কাশ্মীরের এই গ্রামে?