Bangla News Dunia, দীনেশ :- জাল পাসপোর্ট চক্রের (Fake Passport) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দত্তপুকুর থেকে মোক্তার আলম নামে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তর বাড়ি থেকে বেশকিছু আধার ও প্যান কার্ড, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সমরেশ নামে একজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জেরা করেই মোক্তারের খোঁজ পেয়েছে পুলিশ। এদিকে বাংলাদেশে অশান্ত পরিস্থিতির কারণেই বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের তিন জেলা নদিয়া, মুর্শিদাবাদ ও মালদায় অতিরিক্ত ২৪ কোম্পানি বাহিনী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী এই নিয়ে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই সীমান্ত এলাকায় বেশকিছু পদক্ষেপ করতে তিনি নির্দেশ দিয়েছেন।
আরো পড়ুন :- ‘আমি যতদিন সভাপতি ছিলাম, পার্টি হু হু করে বেড়েছে’ কাকে ইঙ্গিত করে এমন বললেন দিলীপ ঘোষ ?
জাল পাসপোর্ট চক্রের জাল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। মূলত মোটা টাকার বিনিময়ে বাংলাদেশিদের ওই পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে। এই ঘটনায় পাসপোর্ট সেবা কেন্দ্রগুলিও পুলিশের নজরে রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশের ভিসা পাওয়া কঠিন হয়। সেখানে ভারতীয় পাসপোর্ট থাকলে সহজেই ওই দেশগুলিতে ভিসা পাওয়া সম্ভব। সেই কারণেই ভারতীয় ভিসার জন্য মোটা টাকা খরচ করেছিল বাংলাদেশিরা। আসল পাসপোর্টের মতোই দেখতে এই জাল পাসপোর্টগুলি তৈরি করে বাংলাদেশিদের দেওয়া হয়েছে। পুলিশ জানতে পেরেছে, মূলত আমদানি-রপ্তানির ব্যবসা করে মোক্তার। সেই সূত্রেই বাংলাদেশিদের সঙ্গে তার সম্পর্ক। ২০২১ সালে অন্য একটি মামলায় হুগলির চুঁচুড়া থানার পুলিশ মোক্তারকে গ্রেপ্তার করেছিল। পরে সে জামিন পায়।
আরো পড়ুন :- পাকিস্তান থেকে জাহাজ ভর্তি পণ্য পৌঁছাল বাংলাদেশে, জানুন কী কী আমদানি করা হল ?
নদিয়া, মালদা ও মুর্শিদাবাদ সীমান্তকে পাখির চোখ করেছে বিএসএফ। এই জেলাগুলির সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বিএসএফ-এর গোয়েন্দা দপ্তরকে আরও সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় সিসিটিভির সংখ্যাও বাড়ানো হয়েছে। কাঁটাতার নেই এমন এলাকায় ফ্লাডলাইট লাগানো হয়েছে। বিজিবির সঙ্গে সমন্বয় করা হচ্ছে। গত কয়েকদিনে এই রাজ্য থেকে এক সন্দেহভাজন বাংলাদেশে পালানোর ছক করেছিল। বিএসএফ তাকে আটক করে জেরা করছে। স্পর্শকাতর এলাকাগুলিতে টহলদারির তদারকি করতে বিএসএফ-এর আইজি ও ডিআইজিকে নির্দেশ দিয়েছেন ডিজি।
আরো পড়ুন :- ‘বাংলাদেশের চিঠি পেয়েছি’, জানুন হাসিনাকে ফেরানো নিয়ে কী বলল কেন্দ্র ?