মালিকানা এখন ঈশ্বরের ! প্রনামী বাক্সে পড়ে যাওয়া আইফোন মালিককে ফেরাতে নারাজ মন্দির কর্তৃপক্ষ

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- অনিচ্ছাকৃতভাবে, অসাবধানতাবশত আপনার একটি মূল্যবান জিনিস পড়ে গিয়েছে মন্দিরের প্রনামী বাক্সে। কিন্তু সেই জিনিসটি ফেরত চাইতে গিয়ে জানতে পারলেন জিনিসটি আর আপনার নেই, সেটি নথিভুক্ত হয়ে গিয়েছে ঈশ্বরের সম্পত্তির খাতায়! সম্প্রতি এমনই ঘটনার সাক্ষী থাকল তামিলনাড়ুর চেঙ্গলপট্টু জেলার কান্দাস্বামী মন্দির। এদিন ওই মন্দির দর্শনে গিয়েছিলেন দীনেশ নামে এক পুন্যার্থী। মন্দির দর্শনের সময় হঠাৎ হাত ফস্কে প্রণামী বাক্সে পড়ে যায় তাঁর সাধের আইফোনটি। স্বাভাবিকভাবেই এরপর নিজের ফোন ফেরত পাওয়ার জন্য তিনি যোগাযোগ করেন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে। কিন্তু মন্দির কর্তৃপক্ষের তরফে তাঁকে জানানো হয় ওই ফোনটি এখন আর তাঁর নেই, এখন থেকে সেটি ঈশ্বরের সম্পত্তি! আর মন্দির কর্তৃপক্ষের এহেন মন্তব্যে রীতিমত হতচকিত হয়ে পড়েন সেই যুবক। তবে ফোন ফেরত না দেওয়া হলেও তাঁকে সেই ফোন থেকে নিজের প্রয়োজনীয় তথ্যগুলি সংগ্রহ করে নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানায় মন্দির কর্তৃপক্ষ।

আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

এই প্রসঙ্গে তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এনডাওমেন্ট দপ্তর জানিয়েছে, প্রণামী বাক্স সংক্রান্ত ১৯৭৫-এর আইন অনুযায়ী যা কিছু ওই বাক্সে প্রণামী হিসাবে পড়বে, তা সবই মন্দির কর্তৃপক্ষের সম্পত্তি বলেই গন্য হবে। সুতরাং এই আইন অনুযায়ী ওই ফোনটিও এখন মন্দির কর্তৃপক্ষের সম্পত্তি। তাই আর ফেরত দেওয়া যাবে না ফোনটি। সেটি এখন ঈশ্বরের সম্পত্তির খাতায় নথিভুক্ত হয়ে গিয়েছে। তবে ওই যুবকের অনুরোধ অনুযায়ী বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মন্দিরের এক আধিকারিক। তিনি আরও জানান, ওই যুবককে কোনও ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখবেন তাঁরা।

আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন