মাসে ১২০০০ টাকা পেনশন, অবসর জীবন নিশ্চিত করতে প্ল্যান LIC-র

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

LIC

Bangla News Dunia , Pallab : বুড়ো বয়সে বা বলা ভালো অবসর কালে কিভাবে সংসার চলবে বা প্রীতিমাসের খরচ কিভাবে উঠে আসবে এটা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। এই চিন্তা দূর করতে দুর্দান্ত একটি পেনশন স্কিম নিয়ে হাজির দেশের সবচেয়ে পুরোনো ও বিশ্বস্ত সংস্থা এলআইসি (Life Insurance Corporation)। আপনিও কি রিটায়ারমেন্টের জন্য একটা ঠিক থাকে পলিসি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনারই জন্য।

আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত

LIC এর দুর্দান্ত পেনশন প্ল্যান

LIC এর তরফ থেকে অবসরের পর যাতে আর্থিক সমস্যা না থাকে তার জন্য এক দুর্দান্ত প্ল্যান লঞ্চ করা হয়েছে। প্ল্যানটির নাম হল ‘সরল পেনশন যোজনা’ (Saral Pension Yojana)। আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে নিশ্চিন্তে প্রতিমাসে মোটা টাকা পেয়ে যাবেন।

LIC Saral Pension Plan

আর পাঁচটা পলিসির মত এই স্কিমের ক্ষেত্রে প্রতিমাসে প্রিমিয়াম দিতে হয় না। এককালীন একটা বড় অঙ্ক ফিক্সড করে দিলেই ৬০ বছর বয়স হওয়া পর থেকে টাকা পাওয়া যাবে। নূন্যতম মাসে ১০০০ টাকা অর্থাৎ বছরে ১২০০০ টাকা পেনশন পাওয়া যাবে।

সরল পেনশন যোজনার সুবিধা

১। শুরুতেই যেটা বলে রাখা উচিত সেটা হল এক্ষেত্রে নূন্যতম বছরে ১০০০ টাকা পেনশন পাওয়ায় যাবে। তবে কোনো ঊর্ধ্বসীমা নেই। আপনি চাইলে বেশি টাকা ফিক্স করে আপনার প্রয়োজনমত পেনশন পেতেই পারেন।

২। পলিসি করার সময়েই নিজের পছন্দমত প্রতিমাসে, তিনমাসে, ছয়মাসে বা বছরে পেনশন পাওয়ার পদ্ধতি বেছে নেওয়া যাবে।

৩। প্রয়োজনে টাকা ফিক্স করার ৬ মাস পর থেকেই জমা রাশির উপর লোন পাওয়া যাবে। এমনকি পলিসি স্যারেন্ডার পর্যন্ত করা যেতে পারে।

৪। যদি পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে নমিনীকে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।

আরো পড়ুন:- ১২ হাজারেরও বেশি শূন্যপদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার! রইলো বিস্তারিত

কিভাবে পাবেন প্রতিমাসে ১২,০০০ টাকা পেনশন?

ধরে নেওয়া যাক আপনার বয়স ৪২ বছর আর যদি আপনি প্রতিমাসে ১২০০০ টাকা পেনশন পেতে চান তাহলে আপনাকে মোট ৩০ লক্ষ টাকা এককালীন বিনিয়োগ করতে হবে। তাহলেই আপনার বয়স ৬০ বছর হলে আপনি প্রতিমাসে ১২,৩৮৮ টাকা করে পেনশন পেয়ে যাবেন।

কিভাবে করবেন পলিসি?

এই পলিসি করার জন্য গ্রাহকের বয়স নূন্যতম ৪০ বছর হতে হবে। আপনি যদি এই পলিসি করতে ইচ্ছুক হন তাহলে অনলাইনে LIC এর ওয়েবসাইট থেকে, অফলাইনে নিকটবর্তী LIC অফিসে গিয়ে বা অফলাইনে কোনো এজেন্টের মাধ্যমে পলিসি করতে পারেন। #End

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন