Bangla News Dunia, Pallab : বিনামূল্যে ট্রেনিং এর পাশাপাশি চাকরি পেতে চাইলে একদম সঠিক প্রতিবেদনে এসেছেন। আজকের প্রতিবেদনে এমন একটি সংস্থার বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণের মাধ্যমে চাকরি পেতে পারেন। ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ব্যবস্থা রয়েছে। ইন্টার্নশিপ ট্রেনিং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছেন এয়ার ইন্ডিয়া SATS (AISATS) সংস্থা।
যেখানে জানানো হয়েছে ২০২৫ সালের জন্য মানব সম্পদ বিভাগে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিং চলাকালীন প্রার্থীদের ১৫,০০০ টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। নিম্নে এয়ার ইন্ডিয়া SATS ইন্টার্নশিপ ট্রেনিং সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- ইন্টার্নশিপ মেয়াদ, আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, ইন্টার্নশিপের পাশাপাশি কি কি সুবিধা পাবেন, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো।
আরো পড়ুন :- ২০২৪ সালে ভারতীয়রা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করলেন ? একনজরে দেখে নিন তালিকা
ইন্টার্নশিপ দায়িত্ব: –
এয়ার ইন্ডিয়া SATS (AISATS) হল ভারতের অন্যতম সেরা বিমানবন্দর পরিষেবা প্রদানকারী সংস্থা। বর্তমানে এই সংস্থার তরফে যে ইন্টার্নশিপ এর ব্যবস্থা করা হয়েছে, এখানে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত দায়িত্ব পালন করতে হবে।
- প্রার্থীদের সন্ধান করে তাদের সাথে নির্দ্বিধায় সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এছাড়াও ম্যানেজারদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে।
- কোম্পানির তরফ থেকে কর্মচারীর দেওয়া লক্ষ্য যাতে পূরণ করতে পারে তার জন্য তাদের উৎসাহ প্রদান করতে একাধিক ইভেন্ট সার্ভে এবং যোগাযোগ পরিকল্পনার আয়োজন করতে হবে।
- উন্নত এক্সেল এবং পাওয়ার BI ব্যবহার করে HR সম্পর্কিত ডাটা বিশ্লেষণ করতে হবে এবং রিপোর্ট তৈরি করতে হবে।
- HR ডাটাবেস সংক্রান্ত একাধিক কর্মচারীদের রেকর্ড তৈরি করতে হবে এবং তা পরিচালনা করতে হবে।
- এছাড়াও একাধিক মিটিং আয়োজন করতে হবে এবং ডকুমেন্ট ট্র্যাক করার মাধ্যমে HR টিমকে যথাসাধ্য সহযোগিতা প্রদান করতে হবে।
- HR প্রক্রিয়ার একাধিক কার্যকারিতা নিশ্চিত করতে হবে।
ইন্টার্নশিপ সুবিধা: –
এয়ার ইন্ডিয়া SATS (AISATS) তরফে ইন্টার্নশীপে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতি মাসে ১৫,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। স্টাইপেন্টের পাশাপাশি আবেদনকারী চাকরি প্রার্থীদের ট্রেনিং শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র প্রদান করা হবে। এই সুপারিশপত্র এবং সার্টিফিকেট পরবর্তীকালে অন্যান্য চাকরির ক্ষেত্রে সহায়ক প্রদান করবেন।
ইন্টার্নশিপ মেয়াদ: –
ইন্টার্নশিপ অংশগ্রহণকারী প্রার্থীদের ট্রেনিং এর মেয়াদ হবে ৬ মাস। এই ০৬ মাস প্রার্থীদের ট্রেনিং কেন্দ্রে থাকতে হবে এবং মনোযোগ সহকারে ট্রেনিং সম্পূর্ণ করতে হবে।
বিষয় | বিস্তারিত তথ্য |
---|---|
ইন্টার্নশিপ দায়িত্ব | HR সম্পর্কিত কাজ, ডাটা বিশ্লেষণ, রিপোর্ট তৈরি, রেকর্ড ম্যানেজমেন্ট ইত্যাদি |
মাসিক স্টাইপেন্ড | ১৫,০০০ |
ইন্টার্নশিপ মেয়াদ | ৬ মাস |
সুযোগ সুবিধা | স্টাইপেন্ড, সার্টিফিকেট ও সুপারিশপত্র |
আবেদন পদ্ধতি | অনলাইন (অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন) |
শুরু তারিখ | শুরু হয়েছে |
শেষ তারিখ | ২৩ জানুয়ারি ২০২৫ |
আবেদন পদ্ধতি: –
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য নিচে দেওয়া ইন্টার্নশিপ ট্রেনিং এ আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন চলাকালীন প্রার্থীদের নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র প্রদান করতে হবে। এছাড়াও আবেদনের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় নথিপত্র আপলোড দিতে হবে। সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আবেদন তারিখ: –
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ শুরু হয়ে গেছে। এই আবেদনের শেষ তারিখ হল ২৩ জানুয়ারি ২০২৫, তাই এখনো যারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি তারা অন্তিম সময়ের আগে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। এছাড়াও বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।
আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?
JOB : ভারতীয় সেনায় SSC অফিসার নিয়োগ 2025https://t.co/YuunH7IhJC
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
JOB : রেলওয়ে TTE নিয়োগ 2025, দেখুন আপনার কি কি জানা দরকারhttps://t.co/NjdMR6XBIM
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025
CRPF কনস্টেবল নিয়োগ 2025 : দেখুন আবেদন, যোগ্যতা এবং নির্বাচন বিশদেhttps://t.co/oVAvn83dXS
— The Global Press Bangla (@kaushik94544429) January 1, 2025