মাস্কের দাম বেঁধে দিলেন প্রধানমন্ত্রী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সারদা দে : করোনার  জন্য বিক্রিত  মাস্কের দাম বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এই মুহূর্তে করোনা যেইভাবে চারিদিকে  ছড়িয়ে পড়ছে তাতে বাড়ছে মাস্ক এবং স্যানিটাইজাররের দাম। এগুলি নিয়ে কালোবাজারি রুখতে এই ব্যবস্থা নিলেন প্রধানমন্ত্রী। ২০০ মিলিমিটার হ্যান্ড স্যানিটাইজাররের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। পাশাপাশি  তিন চার ভাঁজের  যে মাস্ক তার  দাম বেঁধে দিয়েছেন ৮ টাকা থেকে ১০ টাকা। চলতি বছরের জুন মাস পর্যন্ত বলবৎ থাকবে এই দাম।

[ আরো পড়ুন :- সন্তান জন্মালেই বেতন সহ ছুটি বাবাদের ]

প্রসঙ্গত অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কম হলেও বাড়ছে এর সংখ্যা। এর সাথে বাড়ছে মাস্ক এবং স্যানিটাইজাররের  চাহিদা। সেই তুলনায় কম হচ্ছে যোগান।  সাথে এর দাম অনেকসময় বেশি হওয়ায় অনেকেই কিনতে পারছেন না  এই মাস্ক কিংবা স্যানিটাইজার। মার্কেটের  সাথে অনলাইনেও পাওয়া  যাচ্ছে মাস্ক এবং স্যানিটাইজার। সব ক্ষেত্রেই এই দাম কার্যকরী হবে কিনা এখন সেটাই দেখার।

তবে এই মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর  গলায় শোনা গেলো অন্য সুর । তার কথা অনুযায়ী কেন্দ্র মাস্ক কিংবা স্যানিটাইজারের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি , সবই  রাজ্যকেই করতে হচ্ছে।  প্রথমে মাস্ক ও স্যানিটাইজার পাবে ডাক্তার,নার্স স্বাস্থকর্মীরা। তার পরে পাবেন স্বাস্থকর্মীরা এবং পুলিশকর্মীরা।

[ আরো পড়ুন :- সুদ কমাতে পারে রিজার্ভ  ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ]

মাস্ক এবং স্যানিটাইজাররের মূল্য বেঁধে দেওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী অবশ্য বিশ্ববাসীকে রবিবার কারফিউ সফল করার আহ্বান জানিয়েছেন। শনিবার এক ভিডিও শেয়ার করে তিনি দেশবাসীকে জানিয়েছেন যে মিনিটের সাবধানতা প্রভাব ফেলতে পারে। তাই সচেনতনতা বাড়াতে ভিডিও বানিয়ে শেয়ার করার কথাও তিনি জানিয়েছেন।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন