মা-মরা মেয়েকে লাগাতার ধর্ষণ, নির্যাতিতার অভিযোগে গ্রেপ্তার বাবা-কাকা-দাদু

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

gangrape_5d52926f837d2

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মা মারা গিয়েছেন বছরখানেক আগে। তারপর থেকে নারকীয় অত্যাচারের শিকার বছর চোদ্দোর এক কিশোরী। লাগাতার যৌন অত্যাচারের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই কিশোরী। তার অভিযোগের তির নিজেরই বাবা, কাকা এবং ঠাকুর্দার দিকে। ভয়াবহ এই ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের কানপুরে। বৃহস্পতিবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। পকসো অ্যাক্টে দায়ের হয়েছে মামলা।

সংবাদমাধ্যম সূত্রের খবর, স্থানীয় পুলিশকর্তা জানিয়েছেন, নির্যাতিতা তাঁর বাবা, কাকা এবং ঠাকুর্দার নামে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন। বেশ কয়েকমাস ধরে লাগাতার এই অত্যাচার চলেছে বলে তাঁর অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে এখন ওই কিশোরী ২ মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্তদের আপাতত জেল হেফাজতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: BMW না চড়ে মারুতি ৮০০, মধ্যরাতের ফোন কলে ‘অ্যাকসিডেন্টাল এফএম’, জানুন অজানা-অচেনা মনমোহনকে

সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই কিশোরী বৃহস্পতিবার তাঁর এক আত্মীয়ার সঙ্গে থানায় পৌঁছয়। সেখানে সে জানায়, অন্তত বছর দশেক আগে তার বাবা-মায়ের মধ্যে তুমুল ঝামেলা হয়েছিল। তারপরে মায়ের সঙ্গে দিল্লিতে থাকত সে। বছর চারেক আগে তার বাবা ও কাকা তাকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসে। বছরখানেক আগে মারা গিয়েছে ওই কিশোরীর মা। অভিযোগ, তারপরেই গত এক বছর ধরে ওই কিশোরীকে লাগাতার যৌন নির্যাতন ও ধর্ষণে করেছে তার বাবা, কাকা ও ঠাকুর্দা। কিশোরী পুলিশকে জানিয়েছে, তার ঠাকুর্দা তাকে মাঠে নিয়ে গিয়ে নির্যাতন করত। কাকা-বাবাও ঘরে ঢুকে জোর করে নির্যাতন করত। বাধা দিতে গেলে খুন করে দেওয়ার হুমকিও দেওয়া হতো, এমনই অভিযোগ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, মাস দুয়েক আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই তরুণী। বিষয়টি এক আত্মীয়াকে জানায় ওই কিশোরী। কিন্তু কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ। নির্যাতিতা কিশোরী পুলিশকে জানিয়েছে যে, ২২ ডিসেম্বর তাকে খুন করার ছক কষে অভিযুক্তরা। তারপরেই কোনওমতে বাড়ি থেকে পালিয়ে এক আত্মীয়ার বাড়িতে গিয়ে আশ্রয় নেয় ওই কিশোরী। তারপরেই ওই আত্মীয়াকে সঙ্গে নিয়ে থানায় এসে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ।

আরো পড়ুন: চেন্নাইয়ের সেরা ৫ হাসপাতালের তালিকা। দক্ষিণ ভারতে কোন রোগের জন্য কোন হাসপাতাল সেরা? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন