Bangla News Dunia, দীনেশ :- 10 বছরে পা দিল পিএম জন ধন যোজনা। 2014 সালে PM নরেন্দ্র মোদী চালু করেছিলেন এটি। দেশের সাধারণ মানুষের ঘরে ঘরে ব্যাঙ্কিং সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এমনটি করেছেন প্রধানমন্ত্রী। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে দেয় এই স্কিম। এই অ্যাকাউন্টে মিনিমাম টাকা রাখারও কোনও নিয়ম নেই। অর্থাৎ সমাজের সব স্তরের মানুষই এই অ্যাকাউন্টের সুবিধা নিতে পারবেন।
তবে, জন ধন অ্যাকাউন্টের পাশাপাশি, অন্যান্য ব্যাঙ্কগুলিও জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অফার করে। উদাহরণস্বরূপ, এসবিআই একটি বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট অফার করে। এটিও সাধারণত জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হিসাবে উল্লেখ করা হয়। এই অ্যাকাউন্টেও মিনিমাম টাকা রাখারও কোনও নিয়ম নেই।
কে স্টেট ব্যাঙ্কের এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা নিতে পারবেন?
যে কেউ স্টেট ব্যাঙ্কের এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা নিতে পারবেন। ‘নো ইওর কাস্টমার’ অর্থাৎ Kyc করে, আপনিও জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার কাছে যদি একটি আধার কার্ড এবং প্যান কার্ড থাকে, তবে আপনি খুব সহজেই Kyc করতে পারবেন। এমনকি আপনি একটি জিরো ব্যালেন্সের জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন, তবে এক্ষেত্রে দুই অ্যাকাউন্টধারীকেই নিজেদের বৈধ নথি সরবরাহ করতে হবে।
এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে আপনি 5টি প্রধান সুবিধা পাবেন
1. কোনও পেনাল্টি নেই: অন্যান্য অ্যাকাউন্টের মতো, ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য আপনাকে চার্জ করা হবে না।
2. কোনো সীমা নেই: আপনি অ্যাকাউন্টে যত টাকা চান রাখতে পারেন, কোনo সর্বোচ্চ সীমা নেই।
3. অ্যাকাউন্ট সুবিধা: আপনি ব্যাঙ্কের পাসবুক, বেসিক এটিএম/ডেবিট কার্ড, মোবাইল এবং ইন্টারনেট ব্যাঙ্কিং পাবেন৷
4. সহজ লেনদেন: আপনি আপনার আধার কার্ড বা UPI অ্যাপ ব্যবহার করে টাকা তুলতে বা পাঠাতে করতে পারবেন, ঠিক যেমন নিয়মিত সেভিংস অ্যাকাউন্টে করা হয়।
5. কোনও চার্জ নেই: NEFT/RTGS-এর মতো ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে নগদ লেনদেনের জন্য কোনও ফি দিতে হয় না। আপনি আপনার অ্যাকাউন্ট বন্ধ করলেও আপনাকে চার্জ করা হবে না।
আরো পড়ুন :- ডিজিটাল গ্রেফতারির ভয়ে কাঁপছে বিশ্ব, সাইবার বিশেষজ্ঞের থেকে বাঁচার সহজ উপায় জেনে নিন
কী কী কথা মাথায় রাখতে হবে?
মনে রাখবেন, এত কিছু পেলেও জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সঙ্গে ফ্রি চেকবুক পাবেন না। আপনি তখনই একটি ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন, শুধুমাত্র যদি সেই ব্যাঙ্কে আপনার আগে থেকে একটি সেভিংস অ্যাকাউন্ট না থাকে। আপনার যদি আগে থেকেই সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং তার পরেও একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনাকে 30 দিনের মধ্যে পুরনো অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে।
একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের মাধ্যমে, আপনি এটিএম বা ব্যাঙ্কের শাখা থেকে প্রতি মাসে 4 বার বিনামূল্যে টাকা তুলতে পারবেন। এটি হতে পারে আপনার নিজস্ব ব্যাঙ্ক বা অন্য কোনও ব্যাঙ্ক, সব ক্ষেত্রেই একই হবে নিয়ম।
আরো পড়ুন :- Big News : মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকা দখল বিদ্রোহীদের, ভয়ে কাঁটা ইউনূস সরকার
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024