মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবজ্ঞা করবেন না, ইউনূস সরকারকে সতর্ক করলেন বিএনপির মহাসচিব

By Bangla News Dunia Dinesh

Published on:

yunus, bangladesh

 

Bangla News Dunia, দীনেশ :- বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবজ্ঞা করলে খাঁদে পড়তে হবে ইউনূস সরকারকে। শুক্রবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে বাংলাদেশে অন্তর্বতী সরকারকে এই ভাষাতেই বিঁধলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাধারণ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ইউনুস সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে বিএনপির।

আরো পড়ুন :- সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ, আরও জানতে পড়ুন…..

এদিন বক্তব্য রাখতে গিয়ে বিএনপির বর্ষীয়ান নেতা ফখরুল বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবহেলা করার চেষ্টা চলছে। এই সময়টা সব থেকে কঠিন। আপনার একটা পদক্ষেপ যদি ভুল হয় আপনি পেছনে পড়ে যাবেন, খাদে পড়ে যাবেন। যদি সঠিকভাবে পা ফেলতে পারেন তাহলে আপনি সামনে এগিয়ে যাবেন। প্রতিটি মুহূর্তে সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। আমাদের মেপে কথা বলা দরকার। আমরা এমন কোনও কথা বলব না যা আমাদের এই যে বিজয়কে নষ্ট করে দেয়, অর্জনকে বিনষ্ট করে দেয়।”

ফখরুল আরও বলেন, “এখন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে, একাত্তরকে একটু পেছনে রাখা। আমার মনে হয়, এটা আরেকটা ষড়যন্ত্রের অংশ, দেশের মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া। যেমন ৪৭ সালের দেশভাগকে অনেকে বলেন যে, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। এখন আবার একটা জিনিস লক্ষ্য করছি, একাত্তর সালকে পিছনে রাখা। আমরা মনে করি, এটা ইতিহাস বিকৃতির চেষ্টা। এই বিষয়টা নিয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে।”

আরো পড়ুন :- ডিজিটাল গ্রেফতারির ভয়ে কাঁপছে বিশ্ব, সাইবার বিশেষজ্ঞের থেকে বাঁচার সহজ উপায় জেনে নিন

এদিন বাংলাদেশে গণতন্ত্র রক্ষা নিয়েও সরব হন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “এটা একটা সংস্কৃতি। আপনি-আমি কীভাবে কথা বলব, আমি আমার প্রতিবেশীর সঙ্গে কীভাবে কথা বলব, আমার রাজনীতির প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলব, সেই বিষয়গুলো আমাদেরকে গণতন্ত্রের ভিতর দিয়ে শিখতে হবে। গণতন্ত্র মানে এই নয় যে, আওয়ামি লিগ করলে তার গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মুণ্ডছেদ করো। তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয়। একজন উপদেষ্টা যখন এই কথা বলেন যে, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত ঘোরতর অভিযোগ। আমি তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে, এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত।”

আরো পড়ুন :- Big News : মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকা দখল বিদ্রোহীদের, ভয়ে কাঁটা ইউনূস সরকার

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন