Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কাতার ও আমেরিকার মধ্যস্থতায় গাজ়ায় যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয়েছে ইজ়রায়েল ও হামাস গোষ্ঠী। কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুল রহমান আল থানি জানিয়েছেন, রবিবার থেকে এই চুক্তি কার্যকর হবে। ইজ়রায়েলি মন্ত্রিসভার অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। তবে, গাজ়ায় মৃত্যু মিছিলে এখনও বিরতি দেখা যাচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজ়ায় আকাশপথে ইজ়রায়েলি হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছে।
গাজ়ার স্বাস্থ্য মন্ত্রক পুরোপুরি হামাস নিয়ন্ত্রিত। বৃহস্পতিবার তারা জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে ঐক্যমতে পৌঁছনোর পরও গাজ়ায় আকাশপথে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এতে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ২০০ জন আহত হয়েছেন। এই হতাহতদের গাজ়া শহরের হাসপাতালে আনা হয়েছে। তবে প্রকৃত নিহতের সংখ্যা অনেক বেশি বলে মনে করা হচ্ছে। গাজ়া জুড়ে বিশৃঙ্খলা অব্যাহত থাকায় প্রকৃত সংখ্যাটা নিশ্চিতভাবে জানা সম্ভব নয়।
এই ইজ়রায়েলি হামলার ফলে, যুদ্ধবিরতি চুক্তি নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। চুক্তি হলেও, সেই চুক্তি তেল আভিভ কতটা মেনে চলবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে গাজ়াবাসীর মনে। আর ইজ়রায়েল হামলা চালালে হামাসও বসে থাকবে না। কাজেই ১৫ মাস পর যুদ্ধের অবসানের আশা দেখা দিলেও, তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:– ‘বিষাক্ত’ দিল্লির বাতাস, সামাল দিতে GRAP 4-এ ফিরল দেশের রাজধানী, বিস্তারিত জানুন
আমেরিকা, কাতার এবং মিশরের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে বলা হয়েছে, হামাস অন্তত ৩৩ জন ইজ়রায়েলি পণবন্দিকে মুক্তি দেবে। বিনিময়ে ইজ়রায়েলি জেলে বন্দি ১,০০০ জন প্যালেস্তিনিয়কে মুক্তি দেবে ইজ়রায়েল। এর মধ্য দিয়ে শান্তির পথে ফিরবে দুই পক্ষ।
তবে কোন ৩৩ জন ইজ়রায়েলির মুক্তির জন্য দাবি জানাবে তেল আবিব, তা নিয়ে মতবিরোধ রয়েছে। তাই এই চুক্তি নিয়ে এখনও জটিলতা রয়েছে। আর সেই জটিলতার মীমাংসা করতে ইজ়রায়েলের পক্ষ থেকে খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস শেষ মুহূর্তে ইজ়রায়েলের উপর চাপ দিয়ে তাদের বেশ কিছু দাবি আদায় করে নেওয়ার চেষ্টা করছে। সেগুলি প্রত্যাহার না করা পর্যন্ত ইজ়রায়েলি মন্ত্রিসভা এই চুক্তিতে অনুমোদন দেওয়ার জন্য বৈঠকে বসবে না।
তবে এটা ইজ়রায়েলের সময় নষ্ট করার ছল বলে, দাবি গাজ়াবাসীর। তাদের মতে, ইচ্ছা করেই চুক্তিটিকে অনুমোদন দিতে দেরি করছে ইজ়রায়েল। এই অবসরে তারা হামলা জারি রেখেছে। আর হতাহতের সংখ্যাও ক্রমে বেড়েই চলেছে। ইজ়রায়েলি বিমান হামলা অব্যাহত থাকলে, যুদ্ধবিরতির আলোচনাটাই ফের পিছনের সারিতে চলে যেতে পারে বলে, আশঙ্কা করছেন তাঁরা।
আরও পড়ুন:– হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে হুহু করে বাড়ল আদানি গোষ্ঠীর স্টকের দাম
আরও পড়ুন:– সরকারি কর্মীরা পাবেন 25 লাখ টাকা। অবসরের পর বিশেষ সুবিধার ঘোষণা করল সরকার। দেখে নিন বিস্তারিত