মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা উত্তেজিত জনতার ! কার্ফিউয়ের মধ্যেও অশান্ত মণিপুর

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের (Manipur) পরিস্থিতি। এমনকি নিরাপদ নয় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের (CM N Biren Singh) বাড়ি। শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে যায় উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা চালানো হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস (Tear gas) ছুঁড়তে বাধ্য হয় পুলিশ। এমনকি একাধিক মন্ত্রী, বিধায়কের বাড়িতেও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা (Protesters)।

আরো পড়ুন :- দিল্লির ‘খান চকে’র নাম বদলে দিল মোদী সরকার ! জানুন কি হল নতুন নাম ?

সূত্রের খবর, এদিন হামলার সময় মুখ্যমন্ত্রী বাসভবনে ছিলেন না। এছাড়াও মুখ্যমন্ত্রীর জামাই তথা বিজেপি বিধায়ক আরকে ইমো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপম রঞ্জন এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী এল সুসীন্দ্র সিং সহ একাধিক প্রশাসনিক আধিকারিকের বাড়িতে হামলা চালানো হয়। প্রথমে লাঠিচার্জ করলেও পরে পুলিশকে কোথাও কোথাও কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়েছে। এলাকায় সেনাবাহিনী এবং অসম রাইফেলসের জওয়ানদের মোতায়েন করা হয়েছে। শনিবার রাতের ঘটনায় মোট ৮ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। মন্ত্রী, বিধায়কদের বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক পিস্তল, কার্তুজ এবং মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

আরো পড়ুন :- মাত্র ৫ বছরেই কোটিপতি, ২ টাকার এই শেয়ারে রিটার্ন ৬৩১৬২%। বিনিয়োগ করার আগে জেনে নিন

আরো পড়ুন :- কেমন হবে ট্রাম্প-মোদীর রসায়ন ? জানালেন জয়শঙ্কর

সম্প্রতি জিরিবাম জেলায় ৬ মেইতেই নাগরিকের দেহ উদ্ধার হতেই ব্যাপক বিক্ষোভ শুরু হয় মণিপুরে। জঙ্গিরা এই ৬ জনকে অপহরণ করে খুন করেছে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার বিকালে গোটা ইম্ফলে কার্ফিউ জারি করা হয়। মোট সাতটি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। কিন্তু তাতেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন