মুখ্যমন্ত্রীর মান বাঁচাতে অবশেষে রাতের অন্ধকারে শুরু দেউচা-পাচামির খনন কাজ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  অবশেষে বৃহস্পতির রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর মান বাঁচাতে দেউচা-পাচামিতে খনন কাজ শুরু হল ৷ তাও চরম বিক্ষোভের মধ্য দিয়ে। জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে শুরু হল খনন কাজ ৷ তবে এলাকায় উত্তেজনা রয়েছে।

দেউচা-পাচামি নিয়ে প্রায় 4 ঘণ্টা প্রশাসনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন অনুব্রত মণ্ডল। বৈঠকে ডাকা হয়েছিল বিক্ষোভকারী গ্রামবাসীদেরও ৷ বৈঠক শেষে অনুব্রত মণ্ডল বলেন, “সব ঠিক হয়ে গিয়েছে, কাজ শুরু হবে।” প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও দেউচা-পাচামিতে বিক্ষোভের মুখে পড়ে খনন শুরু করতে পারেনি বীরভূম জেলা প্রশাসন ৷ এমনকী, ভূমি পুজো পর্যন্ত করতে দেননি গ্রামবাসীরা ৷ বিক্ষোভের মুখে ফিরে আসতে হয়েছিল জেলাশাসক, জেলা পুলিশ সুপার-সহ আধিকারিকদের। এরপরেই দীর্ঘ বৈঠক শুরু হয় ৷

আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা-পাচামি ৷ গত 5 ফেব্রুয়ারি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দেউচা-পাচামিতে খনন কাজ শুরু হতে চলেছে। সেই মতো বৃহস্পতিবার দুপুরে খনন কাজ শুরু করতেই শুরু হয় বিক্ষোভ। খোদ বীরভূম জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার আমনদীপ সিং, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ঘটনাস্থলে যান ৷ তাঁদের ঘিরেই বিক্ষোভ দেখান এলাকার লোকজন ৷

বন্ধ হয়ে যায় খনন কাজ ৷ এদিকে মুখ্যমন্ত্রী দেউচা-পাচামিতে খনন কাজ শুরু হয়েছে বলে ঘোষণা করে দিয়েছিলেন ৷ তাই ঘুম ছুটেছিল প্রশাসনের ৷ তড়িঘড়ি রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল মহম্মদবাজার বিডিও অফিসে জেলার শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে এদিনই বৈঠকে বসেন ৷ প্রায় 4 ঘণ্টা বৈঠক হয় ৷ তারপর ফের জেসিবি মেশিন নিয়ে মথুরাপাহাড়ি পৌঁছন খোদ জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। তাঁদের দেখেই লাঠি উচিঁয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

কোনওরকমে বিক্ষোভের মাঝেই মুখ্যমন্ত্রীর মান বাঁচাতে শুরু হয় খনন কাজ ৷ তবে এলাকায় ব্যাপক উত্তেজনা তখনও লক্ষ্য করা যায় ৷ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, প্রথম থেকেই দেউচা-পাচামিতে কয়লা খনির বিরুদ্ধে আদিবাসীদের একটা বড় অংশ। কারণ এই কয়লা খনি করতে কমপক্ষে 21 হাজার বসতি অন্যত্র সরাতে হবে ৷ ধ্বংস হবে বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি, চারণভূমি। তার উপর অনেকের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো মিলছে না চাকরি ও আর্থিক প্যাকেজ ৷

আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন