Bangla News Dunia , Rajib : উপাচার্য নিয়োগ মামলায় আগের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ। অর্থাৎ, নির্দিষ্ট কমিটি উপাচার্যদের নাম বাছাই করে যে তালিকা তৈরি করবে। মুখ্যমন্ত্রীর দপ্তর সেই তালিকা থেকে নাম চূড়ান্ত করে আচার্যের কাছে পাঠাবে। মুখ্যমন্ত্রীর সুপারিশে উপাচার্যদের নিয়োগ করবেন আচার্য।
উপাচার্য নিয়োগ সমস্যার সমাধানে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতকে মাথায় রেখে একটি কমিটি গঠন করেছিল শীর্ষ আদালত। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য সাব কমিটি গঠনেরও কথা বলা হয়েছিল। কমিটি তিনজনের নামের প্যানেল সুপারিশ করে মুখ্যমন্ত্রীর কাছে। এরপর মুখ্যমন্ত্রী পাঠান আচার্য তথা রাজ্যপালের কাছে।
আদালত স্পষ্ট জানিয়েছিল, আচার্যর কোনও নাম নিয়ে আপত্তি থাকলে তা তিনি মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন। মনে হলে মুখ্যমন্ত্রী সেই নাম বদল করে আবারও আচার্যকে পাঠাবেন। তা নিয়ে আলোচনা হতেই পারে। এই নাম বাছাই পর্বে কোনও বিবাদ হলে সুপ্রিম কোর্ট তার সমাধান করবে। কিন্তু আচার্য চান, সরাসরি কমিটির কাছ থেকে রাজভবনে নাম আসুক। তবে আদালত এ দিন জানিয়ে দিয়েছে, আগে যে নির্দেশে ছিল, তা অপরিবর্তিত থাকছে।
গত জুলাইয়েই দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, উপাচার্য বাছাইয়ের যে তালিকা, তা নির্ধারিত কমিটির অনুমোদনের পর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেই আচার্যর (পদাধিকারে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল) কাছে যাবে। সোমবারও সেই একই নির্দেশ বহাল রাখা হল। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সুপারিশ ক্রমেই উপাচার্য নিয়োগ করবেন আচার্য।
উপাচার্য বাছাই সংক্রান্ত মামলার শুনানি পর্বে এ দিন, প্রাক্তন বিচারপতি উদয়উমেশ ললিতের নেতৃত্বাধীন কমিটি জানিয়েছে, রাজ্যের ৩৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বাছাই হয়ে গিয়েছে। তবে দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ্য প্রার্থী পাওয়া না যাওয়ায় ফের বিজ্ঞাপন দেওয়া হবে৷
এদিন শুনানি চলাকালীন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শোনান বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। তাঁর পর্যবেক্ষণ, আচার্য সুপার নিয়োগকারী হতে পারে না। বিচারপতি সূর্যকান্তও তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘আমরা চাই, পড়ুয়াদের জন্য উজ্জ্বল ভবিষ্যত সুনিশ্চিত হোক। কোনও বিবাদ চাই না আমরা। সমস্যা হলে আমরা সমাধান করবো৷’ আগামী ৯ ডিসেম্বর ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে৷ ততদিন যেমন নিয়োগ প্রক্রিয়া চলছে, তেমনই চলবে।