মুঘল আমলের মেলায় নিলামে সলমন-শাহরুখ ! বিক্রি 1 লক্ষ 85 হাজার টাকায়

By Bangla news dunia Desk

Published on:

shahrukh salman

Bangla News Dunia , দীনেশ : এবছর উত্তরপ্রদেশের প্রায় 300 বছরের মেলায় ব্যাপক চাহিদা ছিল সলমন-শাহরুখের ৷ দর কষাকষির পর 1 লাখ 85 হাজার টাকায় ক্রেতারা কিনে নিলেন সলমনকে, 1 লাখ 25 হাজার টাকায় বক্রি শাহরুখও!

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

উত্তরপ্রদেশের শহর চিত্রকূটের ঐতিহাসিক গাধার মেলায় এবারের আকর্ষণ ছিলেন সলমন, শাহরুখ আর বাসন্তী নামের গাধা ৷ ক্রেতারা সলমনকে 1 লাখ 85 হাজার টাকায় এবং শাহরুখকে 1 লাখ 25 হাজার টাকায় কিনেছেন৷ এ ছাড়া বাসন্তী বিক্রি হয়েছে 85 হাজার টাকায় ৷ মুঘল সম্রাট আওরঙ্গজেবের (ঔরঙ্গজেব) আমলে এই গাধার মেলায় বিপুল সংখ্যক গাধা বিক্রি হতো ৷ ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী গাধার জন্য দর দিয়ে কিনে নিয়ে যেতেন ৷

Chitrakoot Donkey Fair

 

শোনা যায়, মুঘল সম্রাট আওরঙ্গজেব 1670 সালের দিকে চিত্রকূট আক্রমণ করেছিলেন ৷ তখন তার ঘোড়াগুলো অসুস্থ হয়ে পড়ে এবং অনেক ঘোড়া ও খচ্চর মারা যায়৷ এই সময়ে আওরঙ্গজেব চিত্রকূটের বালাজি মন্দিরে আসেন এবং মন্দিরের নামে শত শত বিঘা জমি দান করেন৷ এই জায়গাতেই গাধা বিক্রির মেলা বসার কথা আশপাশের এলাকায় ঘোষণা করে দেওয়া হয়৷ ঘোষণার পর দূর-দূরান্ত থেকে লোকজন আসতে শুরু করেন ভালো দামের বিনিময়ে তাঁদের কাছে থাকা গাধা বিক্রি করতে ৷ এই মেলা প্রথম হয়েছিল দীপাবলির সময় ৷ এরপর প্রতি বছর এই একই সময়ে হয়ে চলছে চিত্রকূটের ঐতিহাসিক গাধা মেলা ৷

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

প্রায় 300 বছর ধরে, দীপাবলির দিন থেকে তিন দিন ধরে চিত্রকূট রামঘাটের কাছে চলে এই গাধার মেলা ৷ উত্তরপ্রদেশের রাজধানী লখনউ, প্রয়াগরাজ, হামিরপুর, মৌরানিপুর, ঝাঁসি, পাশাপাশি বিহার, ছত্তিশগড় থেকে এমনকি নেপালের ব্যবসায়ীরাও ভালো জাতের গাধা ও খচ্চর কেনা-বেচার জন্য এই মেলায় আসেন ৷ রাজস্থানের পর এটাই ভারতের সবচেয়ে বড় পশু মেলা হিসেবে বিবেচিত ৷ এখানে জাত অনুযায়ী গাধার দাম লাখ টাকা পর্যন্ত নির্ধারিত হয়৷ এবারের ঐতিহাসিক গাধা মেলায় সলমন নামের একটি গাধা বিক্রি হয়েছে 1 লাখ 85 হাজার টাকায়, শাহরুখ নামের একটি গাধা বিক্রি হয়েছে 1 লাখ 25 হাজার টাকায় এবং বাসন্তী নামের গাধা বিক্রি হয়েছে 85 হাজার টাকায় ৷

মেলার আয়োজক রমেশ পান্ডে ওরফে বাগদ পান্ডে জানান, প্রতি বছরের মতো এ বছরও গাধার মেলার আয়োজন করা হয়েছে৷ আগের বছরের মতো এবারও মেলায় পশু কমই এসেছে৷ এর কারণ হল, এখন যন্ত্রপাতির যুগ ৷ এই কারণে, হাটে গাধা, খচ্চরের মতো পশুর চাহিদা কমে যাচ্ছে ৷ গাধা পালনকারী ও ক্রেতার সংখ্যাও আগের তুলনায় অনেক কমছে ৷ তাই ক্রমেই গুরুত্ব হারাতে বসেছে ঐতিহাসিক গাধার মেলার৷

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন