Bangla News Dunia, দীনেশ :- আগামী বছর ফেব্রুয়ারিতে হতে পারে দিল্লির বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় নয়ছয় করার অভিযোগ জানাল আম আদমি পার্টি। ভোটার তালিকায় জালিয়াতি করা হচ্ছে, তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে কয়েক হাজার ভোটারের নাম। বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
আরো পড়ুন :- মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন, দিলেন বড় আশ্বাস
শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে কেজরিওয়াল বলেন, ‘‘শাহদারা, জনকপুরি, লক্ষ্মীনগর এবং অন্যান্য কয়েকটি বিধানসভা আসনে হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে।’’
আরো পড়ুন :- আর অল্প সময়ের অপেক্ষা, রাতের আকাশে দেখা যাবে এক মহাজাগতিক বিস্ময়, আরও জানতে পড়ুন…..
শুধু তাই নয়,তাঁর অভিযোগ সেই দাবি মেনে শুরুও হয়ে গিয়েছে এই তালিকা থেকে নাম মুছে ফেলার প্রক্রিয়া। কেজরি এদিন বলেন, ‘‘বিজেপি শাহদারা এলাকায় ১১ হাজার ১৮ জন জন ভোটারের নাম মুছে ফেলার জন্য একটি আবেদন জমা দিয়েছে, আমরা সেই আবেদনের ৫০০টি নাম পরীক্ষা করেছি। তাঁদের ৭৫ শতাংশই এখন সেখানে বসবাস করছেন। কিন্তু তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হতে চলেছে।’
আরো পড়ুন :- লক্ষ্মীর ভান্ডার সহ মিলবে আরও সুবিধা, ২০২৬ এর আগেই বিরাট প্ল্যান মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, এই শাহদারা এলাকা থেকেই ২০২০ সালে ৫০০০ ভোটে জিতেছিলেন আপ প্রার্থী। তাই ইচ্ছাকৃতভাবে এই এলাকা থেকে বাছাই করা ভোটারের নাম বাদ দিয়ে এই আসনে জয়লাভ করতে চাইছে বিজেপি, এমনই অভিযোগ জানিয়েছেন আপ প্রধান। এই প্রসঙ্গে কমিশনে অভিযোগ জানানোর কথাও বলেছেন তিনি।