মুদির দোকানে শেষমেশ এই সব? ব্যাপারটা কি জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মুড়ি, মুড়কি থেকে চাল, ডাল, তেল— মুদির দোকানে যা যা বিক্রি হয়, সবই রয়েছে। কিন্তু তার আড়ালে রয়েছে আরও অনেক কিছু। শনিবার দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে মুদির দোকান থেকে উদ্ধার করে গাঁজা, নিষিদ্ধ কাফ সিরাপ। গ্রেপ্তার করা হয় মুদির দোকানের মালিককে। দুবরাজপুর থানা এলাকার ঘটনা।

জানা গিয়েছে, দুবরাজপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নতুনপল্লি এলাকায় মুদির দোকান সুকুল খানের। অভিযোগ, সেই দোকানেই বিক্রি হয় গাঁজা, নিষিদ্ধ কাফ সিরাপ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে হানা দেয় পুলিশ।

আরও পড়ুন:– প্রয়োজন আরও ১২ কোটির, মেয়েকে সারাবে ১৬ কোটির ইঞ্জেকশন, ঘুম নেই পরিবারের

এলাকার লোকজনের অভিযোগ, দোকানে কিছু একটা গোলমাল যে চলছে, তা তাঁরা বুঝতে পেরেছিলেন। কিন্তু কী চলত, তা পরিষ্কার ছিল না। সম্প্রতি পুলিশের কাছে খবর যায়। শনিবার অভিযান চালিয়ে বমাল গ্রেপ্তার করা হয় দোকানিকে।

সরকারি আইনজীবী রাজেন্দ্রপ্রসাদ দে জানান, ওই দোকান থেকে আড়াই কেজি গাঁজা, ১৫০ শিশি নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। সবই বেআইনি ভাবে বিক্রি করা হতো। রবিবার ধৃতকে দুবরাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। এনডিপিএস অ্যাক্টে মামলা দায়ের হয়েছে। আদালত জামিনের আবেদন খারিজ করে তিনদিনের পুলিশ হেফাজতে পাঠায়। ২২ জানুয়ারি ফের এই মামলার শুনানি।

আরও পড়ুন:– পাইলটরা দাড়ি রাখতে পারেননা, কারণটা যেমন চমকপ্রদ, তেমনই যুক্তিসঙ্গত

আরও পড়ুন:– হতাশার মধ্যেও আশার আলো দেখিয়েছে, ট্রেডিং করলে এ সপ্তাহে নজর রাখুন এই তিন স্টকে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন