মুসলিম ওয়াকফ বিলের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা, জানুন বিধানসভায় দাঁড়িয়ে কী বললেন তিনি ?

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার বিধানসভায় শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, ‘ওয়াকফ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি কেন্দ্র।’ ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, এ কথা স্মরণ করিয়ে মমতা জানান, এই বিলের বিরোধিতা করবেন তাঁরা।

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

ওয়াকফ সংশোধনী (Waqf Amendment Bill) নিয়ে যে বিলটি কেন্দ্রীয় সরকার সংসদে পেশ করেছিল, তা আইনে পরিণত করানোর আগে সেটি নিয়ে বিতর্ক বেধেছে। তাই বিলটিকে আপাতত যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। সেই কমিটিতে বিলটির বিরোধিতা করেছে তৃণমূল (TMC)।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

ওয়াকফ বোর্ডের বহু জমি বেদখল হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, যা হওয়ার আগে হয়েছে। তাঁর কথায়, ‘১৯৩৪ সালে কে দখল করেছে বলতে পারব না।’ এরপরই বুলডোজার নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, জবরদখল সরাতে তাঁর প্রশাসন যেখানে সেখানে বুলডোজার পাঠাবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ওয়াকফ নিয়ে আমাদের কথা দপ্তর থেকে চিঠি দিয়ে জানিয়েছিলাম। যদিও এই বিলটা যৌথ সংসদীয় কমিটিকে পাঠানো হয়েছে। সবাই সেটা বয়কট করেছে। ওয়াকফে সবাই দান করে। তাদের কি বুলডোজার দিয়ে উচ্ছেদ করে দেব?’ মমতা বলেন, ‘কোনও ধর্মের ওপর অত্যাচার হলে মানব না। অন‍্য দেশে কোনও ধর্মের ওপর আক্রমণ হলেও মানি না।’ ওয়াকফ বিল নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, জমি দখলের বিষয়টি ওয়াকফ বোর্ড ট্রাইব্যুনালকে জানিয়েছে। বেহাত হওয়া জমি উদ্ধারের জন্য নোটিশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন :- ভিক্ষুকের আবার অ্যাসিস্ট্যান্ট! এই কাহিনী পড়লে আপনি খিলখিলিয়ে হাসবেন…

তাঁর আমলে সংখ্যালঘুদের উন্নয়নে কী কী কাজ হয়েছে, তার খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে সংখ্যালঘু খাতে বাজেট ছিল ৪৭২ কোটি টাকা। এখন সেটা ১০ গুণ বেড়েছে। ১৯টি জেলায় মাইনরিটি সেন্টার হয়েছে। মণ্ডল কমিশনের প্রস্তাব মেনে তপসিলি জাতি (এসসি) তপসিলি জনজাতি (এসটি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র সংরক্ষণ চালু হয়েছে।’

প্রসঙ্গত, কেন্দ্রের ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ নিয়ে তৃণমূল স্পষ্ট বিরোধিতার অবস্থান নিয়েছে। তাদের মতে, ওই বিল সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী, গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, বিধানসভার চলতি অধিবেশনে এই সংক্রান্ত একটি বিল পেশ এবং পাশ করাবে তাঁর সরকার। তবে সেটি বিল না কি প্রস্তাব আকারে আনা হবে, তা এখনও স্পষ্ট নয়।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন